Hunger is the Best Sauce (ক্ষুধা থাকলে নুন দিয়েও খাওয়া যায়)
Hunger is a physical condition that
makes the body weak and requires food. Hunger cannot be appeased by anything
without food. If hunger continues, the body becomes gradually weaker. It makes terrible discomfort. A hungry man is always angry. He does not hesitate to
commit any crime. A hungry man does not follow law, religion, and morality. No
word of love, sympathy, or friendship can satisfy him. It makes a man ferocious
like a dangerous animal. A hungry man can be saucy, corrupt, and dishonest. He
loses his social prestige and dignity. A hungry man is influenced by evil
and can go to the lower stage of society. This is absolutely correct to say
that a hungry man is an angry man. He may even destroy every system we live in.
so for the necessity of satisfying his hunger, he can do everything.
বাংলা অনুবাদঃ ক্ষুধা এমন একটি শারীরিক অবস্থা
যা দেহলে দুর্বল করে ফেলে এবং খাদ্যের প্রয়োজন হয়। খাদ্য ছাড়া কোনোকিছু দিয়ে ক্ষুধা
মেটানো যায় না। ক্ষুধা মেটানো না গেলে শরীর ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। এটা একটা ভয়ানক
অস্বস্তি সৃষ্টি করে। একজন ক্ষুধার্ত মানুষ সর্বদা রাগান্বিত থাকে। সে যে-কোনো প্রকার
অপরাধ করতে দ্বিধা করে না। একজন ক্ষুধার্ত মানুষ আইন, ধর্ম ও নৈতিকতাকে অনুসরণ করে
না। ভালোবাসা, সহানুভূতি অথবা বন্ধুত্বের কোনো কথা তাকে পরিতুষ্ট করতে পারে না। এটা
একজন মানুষকে ভয়ংকর প্রাণীর মতোই হিংস্র করে তোলে। একজন ক্ষুধার্ত মানুষ ধৃষ্ট, দুর্নীতিগ্রস্ত
ও অসৎ হতে পারে। সে তার সামাজিক সম্মান ও মর্যাদা হারিয়ে ফেলে। একজন ক্ষুধার্ত মানুষ
মন্দ কাজের দ্বারা প্রভাবিত হয় এবং সে সমাজের অপেক্ষাকৃত নিচু স্তরে গমন করতে পারে।
এটি নিঃসন্দেহে বলা যায় যে, একজন ক্ষুধার্ত মানুষই একজন রাগান্বিত মানুষ। সে আমাদের
বসবাসের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দিতেও পারে। সুতরাং সে তার ক্ষুধা নিবারণের প্রয়োজনে
সবকিছু করতে পারে।