Industry is The Mother of Good Luck (পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি)
Some people think that good luck is a good send. But this is not correct. God helps those who help themselves. Thus
if a man helps himself he becomes successful in life. In other words, if a man
exerts himself and works hard, success or good luck must come to him. Good
luck, in fact, is the outcome of industry or diligence which means hard work.
If a student works hard throughout the whole year, he will be rewarded with good luck of brilliant results in the examination. Similarly, a hard-working
farmer will have the good luck of being in a position to live happily. There
are people who do not exert themselves properly or who lack the strength of
mind. In the face of difficulties, they lose heart, give up their efforts
altogether, and lay the blame on fate. They do not understand that they would
have become successful had they worked hard with patience and perseverance. It
is the industry that conquers all obstacles and paves the way for good luck. Thus
industry or diligence is the mother of good luck.
বাংলা অনুবাদঃ কিছু কিছু লোক মনে করে যে সৌভাগ্য
কোনো দেবতার দান। কিন্তু এ কথা সত্য নয়। ঈশ্বর তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদেরকে
সাহায্য করে। বস্তুত কোনো লোক যদি নিজেকে সাহায্য করে তাহলে সে জীবনে সফলকাম হয়। অন্য
কথায়, কোনো লোক যদি আত্মশক্তিকে কাজে লাগায় এবং কঠোর পরিশ্রম করে তাহলেই সফলতা বা সৌভাগ্য
তাকে ধরা দেয়। প্রকৃতপক্ষে সৌভাগ্য হচ্ছে কঠোর পরিশ্রমের ফল। কোনো ছাত্র সারা বছর কঠোর
পরিশ্রম করলে পরীক্ষায় সে উজ্জ্বল সাফল্যের পুরস্কার বা সৌভাগ্য লাভ করে। অনুরূপভাবে
কোনো কৃষক যদি সারা বছর পরিশ্রম করে তাহলে তার সুখে জীবনযাপন করার মতো অবস্থার সৌভাগ্য
সৃষ্টি হয়। কিছু কিছু লোক আছে যারা নিজেদের কর্মক্ষমতাকে প্রয়োগ করে না। তাদের মাঝে
মনোবলের অভাব থাকে। অসুবিধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তারা উৎসাহ হারিয়ে তাদের
প্রচেষ্টা ত্যাগ করে এবং ভাগ্যের উপর দোষারোপ করে। তারা বোঝে না যে ধৈর্য ও অধ্যবসায়
সহকারে কঠোর পরিশ্রম করলে তারাও সাফল্য অর্জন করতে পারত। পরিশ্রমই সমস্ত বাধা-বিপত্তি জয় করতে পারে এবং সৌভাগ্যের
পথ অবারিত করতে পারে। অতএব, পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের প্রসূতি।