Amplification On Knowledge is Power

Amplification Knowledge is Power It is true for an individual as well as for a nation that knowledge is really a great power. Man is powerful over the

 Knowledge is Power or Ignorance is The Curse of God 
(জ্ঞানই শক্তি বা অজ্ঞতা সৃষ্টিকর্তার অভিশাপ)

Knowledge is Power or Ignorance is The Curse of God   (জ্ঞানই শক্তি বা অজ্ঞতা সৃষ্টিকর্তার অভিশাপ)

It is true for an individual as well as for a nation that knowledge is really a great power. Man is powerful over the other creatures and dominations them. It is only because he has more knowledge than other animals. A nation dominates other nations. It is also because of his vastness of knowledge. The USA possessed knowledge of the Atom Bomb during the Second World War. And it is because of this he could defeat Japan. The English people became the most powerful nation of the world because of penicillin, a very important medicine for the treatment of many fatal diseases. This knowledge of medicine has brought honour to the English people. Today America and Russia possess knowledge of many scientific discoveries. Their young men have gone onto the space. Today they are considered as a powerful nation of the world. Thus, the possessors of knowledge of any kind are strong and powerful. They are praised and honoured all over the world. On the other hand, ignorance is a curse of God. Ignorant people are governed and exploited by those who possess knowledge.


বাংলা অনুবাদঃ যে কোনো ব্যক্তি বা জাতির জন্য এটা সত্য যে, জ্ঞান প্রকৃতই বিরাট শক্তি। অন্যান্য জীবের চেয়ে মানুষের রয়েছে অধিক জ্ঞান শক্তি এবং সেজন্য মানুষ অন্য প্রানীদের উপর প্রভুত্ব করে। জ্ঞানের বিশালত্বের দ্বারাই একটি জাতি অপর একটি জাতির উপর প্রভুত্ব করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার আণবিক বোমার জ্ঞান ছিল। এ কারণে তারা জাপানকে পরাজিত করতে পেরেছিল। দুরারোগ্য ব্যাধির একটি প্রধান ঔষধ পেনিসিলিন আবিষ্কারের মাধ্যমে ইংরেজগণ বিশ্বের মধ্যে শক্তিশালী জাতিতে পরিণত হয়েছে। ঔষধের এ জ্ঞান ইংরেজ জাতির জন্য সম্মান বয়ে এনেছে। আজকের আমেরিকা এবং রাশিয়ার রয়েছে বৈজ্ঞানিক আবিষ্কারের জ্ঞান। তাদের ছেলেরা মহাশূন্য জয় করেছে। তাই তারা বিশ্বের মধ্যে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে বিবেচিত। অর্থাৎ যারাই জ্ঞানের অধিকারী তারাই শক্তিশালী ও ক্ষমতাধর। সমগ্র বিশ্বে তারা প্রশংসিত ও সম্মানিত। পক্ষান্তরে, অজ্ঞতা সৃষ্টিকর্তার অভিশাপ। অজ্ঞ লোকেরা জ্ঞানীদের দ্বারাই পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment