Amplification On Life in Action and Not Contemplation

Life in Action and Not Contemplation This expression may be the key to success in life. Our life is full of actions. We have to do these actions at

 Life in Action and Not Contemplation (চিন্তার মাঝে নয় কাজের মাঝেই জীবন)

Life in Action and Not Contemplation (চিন্তার মাঝে নয় কাজের মাঝেই জীবন)

This expression may be the key to success in life. Our life is full of actions. We have to do these actions at different times and in different places. If we can do our duties properly and at the proper time, we are sure to succeed in life. But we cannot do our actions for various causes. When we plan to do something a kind of fear grows in us about what other people will think of us if we do it. Thus the fear refrains us from doing something that could be beneficial to us as well as to others. We contemplate many things but we cannot implement them just for fear of the others. We should remember that our life is counted not by our ages but by our deeds. If we want to be immortal in the mind of the people we have to do something new which we contemplate sometimes. The great men of the world were not afraid of others. Avoiding the fear of others, they finished their deeds and became immortal in the mind of the people. If we think about what other people will think of us if we do any work, we won’t be able to do that work. Thus just contemplating we cannot make our life a life of actions. To make our life fruitful and meaningful in this world and to make ourselves immortal in people's minds, we must remove this fear of others to do our deeds.


বাংলা অনুবাদঃ এ বাক্যটি জীবনে সাফল্যের চাবিকাঠি হতে পারে। আমাদের জীবন কর্মময়। এসব কাজ আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে করতে হয়। আমরা সঠিকভাবে এবং সঠিক সময়ে আমাদের কাজ করতে পারি তবে আমাদের সাফল্য অনিবার্য। কিন্তু বিভিন্ন কারণে আমরা আমাদের কাজ করতে পারি না। যখনই আমরা কিছু করতে চাই, তখনই এই কাজ করলে মানুষেরা আমাদের সম্পর্কে কী ভাববে এই ভয়ের উদ্রেক হয়। এই ভয়ই আমাদের কাজ থেকে বিরত রাখে, যা আমাদের জন্য ও অন্যদের জন্য হিতকর হতে পারত। আমরা অনেক কিছু চিন্তা করি শুধু মানুষের কথার ভয়ে তা বাস্তবায়ন করতে পারি না। আমাদের স্মরণ রাখা উচিত বয়সের হিসাবে নয়, কাজের মাধ্যমে আমাদের জীবনকে হিসাব করা হয়।  আমরা যদি মানুষের মনে অমর হয়ে থাকতে চাই আমাদের নতুন কিছু করতে হবে যা আমরা মাঝে মাঝে চিন্তা করি। পৃথিবীর বিখ্যাত লোকেরা কারো কথার ভয় করতেন না। অন্যদের কথার ভয় উপেক্ষা করে তারা তাদের কাজ করেছেন এবং মানুষের মনে অমর হয়েছেন। কোনো কাজ করতে আমরা যদি ভাবি লোকে কি বলবে তবে সে কাজ কখনই হবে না। তাই শুধু চিন্তা করে আমরা আমাদের জীবনকে কর্মময় জীবন করতে পারি না। এই ধরণীতে আমাদের জীবনকে ফলপ্রসূ ও অর্থবহ করার জন্য এবং মানুষের মনে অমর হয়ে থাকার জন্য মানুষের কথার ভয় উপেক্ষা করে আমাদের কাজ করতে হবে।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment