Amplification On Nature is Man’s Best Teacher

Amplification Nature is Man’s Best Teacher Nature reveals itself in diverse ways and gives indications of many truths about things. Even the simple

 Nature is Man’s Best Teacher (প্রকৃতি মানুষের সবচেয়ে বড় শিক্ষক)

Nature is Man’s Best Teacher (প্রকৃতি মানুষের সবচেয়ে বড় শিক্ষক)


Nature reveals itself in diverse ways and gives indications of many truths about things. Even the simple phenomena and manifestations of nature are full of meanings. Nothing in nature is insignificant and without any purpose. The apparently insignificant falling of an apple revealed a great truth to Newton. A lot of our scientific knowledge is derived from careful observation of nature. With a watchful eye, man can discover many things from nature. Nature is the real storehouse of knowledge and can teach all who care to learn a great deal more than any other teacher can. Nature provides a lot of information about reality. A philosopher can contemplate the different manifestations of nature and can find truth through them. Nature is again, replete with a great source of pleasure and inspiration for a poet. And one can, by loving and contemplating these objects, attain that beauty which is truth. These show that nature can teach man everything that he needs. And no other teacher can be compared with nature either in range or in depth.


বাংলা অনুবাদঃ প্রকৃতি নিজেকে বিভিন্ন উপায়ে প্রকাশ করে এবং বিভিন্ন বস্তু সম্পর্কে অনেক সত্যের ইঙ্গিত দেয়। এমনকি প্রকৃতির সাধারণ ঘটনাবলি ও অভিব্যক্তিগুলোও অর্থপূর্ণ। প্রকৃতিক কোনো কিছুই তুচ্ছ ও উদ্দেশ্যহীন নয়। দৃশ্যত তাৎপর্যহীণ একটি আপেল পতিত হওয়া থেকে নিউটন এক বিরাট সত্য আবিষ্কার করেছিলেন। প্রকৃতির প্রতি সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে প্রচুর বৈজ্ঞানিক জ্ঞান অর্জিত হয়েছে। সতর্কদৃষ্টির মাধ্যমে মানুষ প্রকৃতি থেকে অনেক কিছু আবিষ্কার করতে পারে। প্রকৃতি সত্যিকারের জ্ঞান ভান্ডার এবং যে কোনো শিক্ষকের চেয়ে অনেক বেশি শিক্ষা দিতে পারে। প্রকৃতি বাস্তবতা সম্পর্কে প্রচুর তথ্য প্রদান করে। দার্শনিকগণ প্রকৃতির বিভিন্ন দিক সম্পর্কে ধ্যান করেন এবং অনেক সত্য বের করে আনেন। আবার প্রকৃতি একজন কবির নিকট আনন্দ ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। সৌন্দর্য যা সত্য তা প্রকৃতির উপাদানগুলোকে ভালোবেসে ধ্যান করে অর্জন করা যেতে পারে। অতএব বলা যেতে পারে যে, মানুষের যা প্রয়োজন তা প্রকৃতি শিক্ষা দিতে পারে এবং কোনো শিক্ষককেই ব্যাপকতা বা গভীরতা যা-কোনো দিক দিয়েই প্রকৃতির সাথে তুলনা করা যায় না।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment