No Risk No Gain or Nothing Ventured Nothing Gained (ঝুঁকি না নিলে লাভ হয় না)
Everybody wants to achieve success in
life, but everybody cannot attain it. The way to success is full of
difficulties and obstacles. It is beset with dangers and uncertainties. Only
those persons who can overcome them by undertaking risks can enjoy the glory of
success. The people who do not dare to take risks and give up their attempts at
the first sight of dangers and difficulties can never attain success. Therefore
if we want to obtain success, we must take risks and encounter dangers and
difficulties with courage, perseverance, and patience. Sometimes we may fail or
undergo suffering at first, but we should not lose heart and give up our
pursuit in despair. Our initial failures and sufferings are nothing but the
prices that we have to pay for ultimate success. Nobody can get anything
without any cost. The astronauts would not have been able to reach the moon if
they had not taken risks or ventured into the dangers of the infinite spaces. But
while taking risks we must consider the pros and cons of the undertaking and
keep in view how to overcome the difficulties and obstacles that may lie on the
way. Hasty and perfunctory action may lead to ruin. Thus the venture should be
thoroughly analyzed before we launch into it.
বাংলা অনুবাদঃ প্রত্যেক মানুষই জীবনে সফলতা
অর্জন করতে চায়, কিন্তু প্রত্যেক মানুষই তা অর্জন করতে পারে না। সফলতার পথ বাধাবিঘ্নে
পরিপূর্ণ। এর সর্বত্রই থাকে বিপদ এবং অনিশ্চয়তা। যে সকল লোক বিপদের ঝুঁকি মাথায় নিয়ে
সেগুলো জয় করতে পারে শুধু তারাই সফলতার গৌরব উপভোগ করতে পারে। যারা বিপদের ঝুঁকি নিতে
সাহস পায় না এবং বাধাবিঘ্নের প্রথম দৃষ্টিতেই তাদের প্রচেষ্টা পরিহাস করে তারা কখনো
সফলতা লাভ করতে পারে না। অতএব আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে ঝুঁকি
নিতে হবে এবং সাহস, অধ্যবসায় ও ধৈর্যের সাথে বিপদাপদের মোকাবিলা করে সেগুলোকে জয় করতে
হবে। কখনো কখনো প্রাথমিক পর্যায়ে আমরা ব্যর্থ হতে পারি কিংবা কষ্টে নিপতিত হতে পারি,
তবুও মন ভেঙে দিয়ে হতাশায় প্রচেষ্টাকে পরিহার করা আমদের উচিত নয়। প্রাথমিক পর্যায়ের
ব্যর্থতা এবং দুঃখকষ্ট হচ্ছে চূড়ান্ত সফলতার মূল্য। বিনামূল্যে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। নভোচারিরা যদি বিপদের ঝুঁকি না নিতেন
এবং অন্তহীন মহাশূন্যের মারাত্মক বিপদাপদের পরিমন্ডলে দুঃসাহসিক অভিযান সম্পন্ন না
করতেন তাহলে চন্দ্রপৃষ্ঠে উপনীত হওয়া সম্ভব হতো না। তবে কোনো কাজে আত্মনিয়োগ করার পূর্বে
এর বিপদাপদের ঝুঁকি ও আশঙ্কার খুঁটিনাটিগুলো ভালোরুপে বিবেচনা করে অগ্রসর হওয়া বাঞ্ছনীয়।
চিন্তাভাবনা না করে অবিবেচকের মতো কাজ করতে গেলে ধ্বংসের আশঙ্কা থাকে। সুতরাং কোনো
কাজ শুরু করার আগে তার বিভিন্ন দিক ও বিপদাপদের আশাঙ্কাসমূহ অনুপুঙ্খরুপে বিশ্লেষণ
করা প্রয়োজন।