An Idle Brain is The Devil’s Workshop (অলস মস্তিষ্ক শয়তানের কারখানা)
An Idle Brain is The Devil’s Workshop: The human brain never remains vacant. It
always works on some thoughts or others. The thoughts that occupy a man’s brain
guide him to action. If these thoughts are good, the man performs good deeds.
But if evil thoughts capture his brain, he is bound to tread the path of evil. The evil thoughts are the incarnation of the Devil. When the brain is not
filled with good thoughts and it becomes idle with no thought to work upon,
evil thoughts crowd into the brain as it can never remain idle. Thus keeping
the brain idle is very dangerous. The man who keeps his brain idle paves the
way for all sorts of mischievous and devilish ideas to crowd into it. When such
ideas turn round and round in his brain it becomes a workshop of the Devil and
the virtually becomes the Devil’s agent. These ideas instigate the man to go
about doing all kinds of misdeeds which not only bring about his own ruin but
also spell disaster in the society. Thus we should invariable keep our brain
filled with noble thoughts. Otherwise, it will become idle and give way to evil
thoughts which will induce us to undertake evil Programmes.
বাংলা অনুবাদঃ মানুষের মস্তিষ্ক কখনো শূন্য
থাকে না। এটা সর্বদা কোনো না কোনো চিন্তা নিয়ে ব্যাপৃত থাকে। যেসব চিন্তা মানুষের মনকে
অধিকার করে সেগুলো তাকে কর্মের পথে নিয়ে যায়। এসব চিন্তা যদি ভালো হয় তাহলে মানুষ ভালো
কাজ করে। কিন্তু মন্দ চিন্তা যদি করে তার মস্তিষ্ককে করায়ত্ত করে তাহলে সে মন্দ পথে
পরিচালিত হয়। মন্দ চিন্তধারা হচ্ছে শয়তানের মূর্ত প্রতীক। মস্তিষ্কে যখন ভালো চিন্তা
না থাকে তখন মস্তিষ্ক অলস হয়ে পড়ে এবং সকল প্রকার অপচিন্তা এসে সেখানে ভিড় করে কারণ
মস্তিষ্ক কখনও নিস্ক্রিয় থাকে না। সুতরাং মস্তিষ্ককে অলস রাখা খুবই মারাত্মক। যে ব্যক্তি
তার মস্তিষ্ককে অলস রাখে সে তার মস্তিষ্ককে যাবতীয় অনিষ্টকর ও শয়তানি চিন্তার পথ উন্মুক্ত
করে দেয়। এসব শয়তানি চিন্তা যখন তার মাথায় প্রবেশ করে ঘুরপাক খেতে থাকে তখন তার মস্তিষ্ক
শয়তানের কর্মশালায় পরিণত হয় এবং সে শয়তানের প্রতিনিধিরূপে কাজ করে। এসব চিন্তাধারা
তাকে যাবতীয় অপকর্ম করে বেড়াতে প্রণোদিত করে এবং তখন সে শুধু নিজেরই ক্ষতিসাধন করে
না, সমাজেও নানা প্রকার দুর্যোগের সৃষ্টি করে। অতএব আমাদের মস্তিষ্ককে সর্বদা সৎচিন্তা
দ্বারা পূর্ণ করে রাখা উচিত। অন্যথায় আমাদের মস্তিষ্ক অলস হয়ে পড়বে এবং যাবতীয় কুচিন্তার
নিকট নতি স্বীকার করে আমাদেরকে কুকর্মের কর্মসূচিতে আত্মনিয়োগ করতে বাধ্য করবে।