অডিটর পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র

অডিটর পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে “অডিটর” পদে কিছু সংখ্যক লোক

 অডিটর পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।

অডিটর পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ

বরাবর

জেনারেল ম্যানেজার

এম গ্রুপ অব কোম্পানি

প্রধান কার্যালয়,

মতিঝিল বা/এ, ঢাকা

 

বিষয়ঃ অডিটর পদে নিয়োগের জন্য আবেদন।

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, গত ১৫ নভেম্বর, ২০২২ তারিখে “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে “অডিটর” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী হিসেবে আমার যোগ্যতা সম্পর্কে প্রাসঙ্গিক অথ্যাবলি নিম্নে পেশ করলামঃ

নামঃ মো. গাজী ইকরাম

পিতার নামঃ মোঃ জাহিদ ইসলাম

মাতার নামঃ শাহানাজ বেগম

স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ মায়াকানন, ডাকঘরঃ প্রমোদ নগর

             থানাঃ আলফাডাঙ্গা, জেলাঃ ফরিদপুর

বর্তমান ঠিকানাঃ হিরাকুঞ্জ, ঢাকা

জন্ম তারিখঃ ১৫-০৫-১৯৯০ ইং 

বর্তমান বয়সঃ ৩৩ বছর ১২ দিন

ধর্মঃ ইসলাম

জাতীয়তাঃ বাংলাদেশী

শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নাম

শাখা

বিভাগ/শ্রেণী

পাসের বছর

বোর্ড/বিশ্ববিদ্যালয়

এসএসসি

বিজ্ঞান

প্রথম

২০০৫

যশোর বোর্ড

এইসএসসি

বিজ্ঞান

প্রথম

২০০৭

যশোর বোর্ড

বিবিএ (সম্মান)

হিসাববিজ্ঞান

দ্বিতীয়

২০০৯

জাতীয় বিশ্ববিদ্যালয়

এমবিএ

হিসাববিজ্ঞান

দ্বিতীয়

২০১১

জাতীয় বিশ্ববিদ্যালয়

 

অভিজ্ঞতাঃ একটি প্রাইভেট কোম্পানিতে উক্ত কাজে আমার এক বছরের অভিজ্ঞতা আছে।

অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, উপযুক্ত তথ্যাদির আলোকে আপনার প্রতিষ্ঠানে আমাকে উক্ত পদে নিয়োগ করলে আমার কর্মদক্ষতার দ্বারা আপনার সন্তুষ্টি বিধানের চেষ্টা করব।

তারিখঃ ২৫ নভেম্বর ২০২২

নিবেদক

মো. গাজী ইকরাম

সংযুক্তিঃ

  • সকল পরীক্ষা পাসের সত্যায়িত সনদপত্র।
  • সকল প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
  • সদ্য তোলা ৩ কপি ছবি।
  • অভিজ্ঞতার সার্টিফিকেট।


প্রেরক

মো. গাজী ইকরাম

হিরাকুঞ্জ, ঢাকা

প্রতি

জেনারেল ম্যানেজার

এম গ্রুপ অব কোম্পানি

মতিঝিল বা/এ, ঢাকা

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment