টাইপিস্ট / হিসাবরক্ষক / অফিস সহকারী পদে চাকরির জন্য আবেদনপত্র লেখ।
বরাবর
ব্যবস্থাপক
/ প্রধান শিক্ষক / অধ্যক্ষ
……
এম এ্যান্ড কোং / স্কুল / কলেজ, চাঁদপুর
বিষয়ঃ
টাইপিস্ট / হিসাবরক্ষক / অফিস সহকারী পদে চাকরির জন্য আবেদন।
জনাব,
বিনীত
নিবেদন এই যে, গত ১৫ নভেম্বর, ২০২২ তারিখে “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি
মারফত জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে একজন টাইপিস্ট / হিসাবরক্ষক / অফিস সহকারী নিয়োগ
করা হবে। আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী। মহোদয়ের সদয় বিবেচনার জন্য নিন্মে আমার
প্রয়োজনীয় তথ্যাবলি পেশ করলামঃ
নামঃ
মো. গাজী হাবীব
পিতার
নামঃ সাকিব হোসাইন
মাতার
নামঃ ফাহিমা বেগম
স্থায়ী
ঠিকানাঃ গ্রামঃ কাজিপাড়া, ডাকঘরঃ মহিচাইল
থানাঃ চান্দিনা, জেলাঃ কুমিল্লা
বর্তমান
ঠিকানাঃ ৩৪ শ্যামপুর, ঢাকা - ১২০৪
জন্ম
তারিখঃ ১৫-০৫-১৯৯০ ইং
বর্তমান
বয়সঃ ৩৩ বছর ১২ দিন
ধর্মঃ
ইসলাম
জাতীয়তাঃ
বাংলাদেশী
শিক্ষাগত
যোগ্যতাঃ
পরীক্ষার নাম |
শাখা |
বিভাগ/শ্রেণী |
পাসের বছর |
বোর্ড/বিশ্ববিদ্যালয় |
এসএসসি |
বিজ্ঞান |
প্রথম |
২০০৫ |
ঢাকা বোর্ড |
এইসএসসি |
বিজ্ঞান |
প্রথম |
২০০৭ |
ঢাকা
বোর্ড |
বিএ (পাস) |
মানবিক |
দ্বিতীয় |
২০০৯ |
জাতীয় বিশ্ববিদ্যালয় |
অভিজ্ঞতাঃ
উক্ত কাজে ৪ বছরের অভিজ্ঞতা।
অতএব,
মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, উপযুক্ত তথ্যাদির আলোকে আপনার প্রতিষ্ঠানে আমাকে উক্ত
পদে নিয়োগ করলে আমার কর্মদক্ষতার দ্বারা আপনার সন্তুষ্টি বিধানের চেষ্টা করব।
তারিখঃ
২৫ নভেম্বর ২০২২
নিবেদক
মো. গাজী হাবীব
সংযুক্তিঃ
মাধ্যমিক,
উচ্চ মাধ্যমিক, বিএ পরীক্ষা পাসের সত্যায়িত সনদপত্র।
সকল
প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
সদ্য
তোলা ৩ কপি ছবি।
অভিজ্ঞতার
সার্টিফিকেট।
প্রেরক মোঃ
গাজী হাবীব ৩৪
শ্যামপুর, ঢাকা - ১২০৪ |
প্রতি ব্যবস্থাপক
/ প্রধান শিক্ষক / অধ্যক্ষ ……
এম এ্যান্ড কোং / স্কুল / কলেজ, চাঁদপুর |