Amplification On Civility Costs Nothing

Civility Costs Nothing: Civility means modesty. It implies good manners or courtesy. It is a great virtue. It has no exchange value. We are not

 Civility Costs Nothing (ভদ্রতায় পয়সা লাগে না)

Civility Costs Nothing (ভদ্রতায় পয়সা লাগে না)

Civility Costs Nothing: Civility means modesty. It implies good manners or courtesy. It is a great virtue. It has no exchange value. We are not required to incur any expenditure in order to obtain it. It stands for a code of conduct that conforms to the norms of etiquette that weave a behaviour pattern which is becoming of a gentleman. Thus it has to be cultivated in one’s character from an early age. Though it does not call for any pecuniary expenditure, it earns a great dividend. A man who is devoid of civility catches trouble at every step and makes a misery of his life. On the other hand, one who has added civility to his conduct is loved by every individual in society. He can get on smoothly and easily through all the thick and thin of life. Therefore, we should possess this invaluable virtue which cannot be reckoned in terms of monetary value.


বাংলা অনুবাদঃ ভদ্রতা বলতে বিনয়কে বুঝায়। সৌজন্য বা ভালো ব্যবহারকেই এটি নির্দেশ করে। এ একটি মহৎ গুণ। এর কোনো বিনিময় মূল্য নেই। এটি অর্জন করতে আমাদের কোনো খরচ করতে হয় না। কতগুলো আচরণের সমন্বয় এটা, যে গুণগুলো ভদ্র হতে গেলে অত্যাবশ্যক। তাই ছোটোবেলা থেকেই এটা চরিত্রে লালন করতে হয়। এতে কোনো খরচ নেই কিন্তু এটা অর্জন করে বিশাল মুনাফা। যে লোক শিষ্টাচারবর্জিত যে প্রতিটি পদক্ষেপে দুঃখে পতিত হয় এবং তার জীবন বিষময় হয়ে ওঠে। পক্ষান্তরে, যে তার ব্যবহারে ভদ্রতা যোগ করে দেয় সে সমাজের প্রত্যেকের দ্বারা প্রশংসিত হয়। জীবনের সকল সমস্যাকে সে সহজেই কাটিয়ে উঠতে পারে। অতএব, আমাদের উচিত এ অমূল্য গুণকে ধারণ করা যার মূল্য টাকা দিয়ে করা যায় না।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment