Education is The Backbone of a Nation (শিক্ষাই জাতির মেরুদন্ড)
Education is The Backbone of a Nation: No nation can prosper without the light
of education. Any development of a
nation cannot be expected without an educated population. The concept of
education is much more significant than mere literacy. Education means the
enrichment of the head, hand, and heart of a
human being in a harmonious way. Education performs all-over development of a nation. It awakens the latent
faculties of people. An educated man knows how to become a good citizen of the
country. He knows how to deal with others. Education makes a man perfect and
dignified. An educated man has the qualities of kindness, good manners, vast knowledge, and creativity. His feelings are aroused at the suffering
of a human being. Education can bring spiritual enlightenment. It ennobles the
soul. Educated people can enormously contribute to raising the standard of
living. Thus an educated person is an asset to the nation. Uneducated people
are always liabilities to a nation. Therefore education is essential for every
human being. Each and everyone has to realize the truth. Students should be
aware of their responsibilities. Otherwise, there will be no hope for the
nation.
বাংলা অনুবাদঃ শিক্ষার আলো ছাড়া কোনো জাতি
উন্নতি করতে পারে না। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া একটি জাতির কোনো রকম উন্নতি আশা করা যায়
না। শিক্ষার ধারণা শুধুমাত্র সাক্ষরতা অপেক্ষা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। শিক্ষা মানে
একজন মানুষের মস্তিষ্ক, হৃদয় ও হাতের সুসামঞ্জস্যভাবে সমৃদ্ধি। শিক্ষা একটি জাতির সব
রকম উন্নতি সাধন করে। এটি মানুষের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে। একজন শিক্ষিত লোক জানে
কীভাবে সুনাগরিক হওয়া যায়। মানুষের সাথে ব্যবহারের রীতিনীতি সে জানে। শিক্ষাই মানুষকে
উপযুক্ত ও মহৎ করে। শিক্ষিত মানুষের দয়া, ভালো ব্যবহার উপরন্তু বিস্তৃত জ্ঞান ও সৃজনশীলতার
গুণ থাকে। মানুষের দুঃখ-কষ্ট দেখে তার মনে সমবেদনা জেগে উঠে। শিক্ষা আধ্যাত্মিক আলো
বয়ে আনে। এটি আত্মাকে মহৎ করে। শিক্ষিত লোক জীবনযাত্রার উন্নতি সাধনে অবদান রাখতে পারে।
এজন্যই শিক্ষিত মানুষ দেশের সম্পদস্বরুপ। অপরপক্ষে, অশিক্ষিত মানুষ দেশের জন্য বোঝাস্বরুপ।
সুতরাং সবার জন্য শিক্ষা প্রয়োজন। প্রত্যেককে এই সাতটি উপলব্ধি করতে হবে। ছাত্রছাত্রীদেরকে
তাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন হতে হবে। অন্যাথায় জাতির কোনো আশা থাকবে না।