Amplification On Every Cloud Has a Silver Lining

Every Cloud Has a Silver Lining: In human life, sorrows and happiness come by turns. Evil days of sorrow are sure to come. But they are not permanent.

 Every Cloud Has a Silver Lining (মেঘের আড়ালে সূর্য হাসে)

Every Cloud Has a Silver Lining (মেঘের আড়ালে সূর্য হাসে)

Every Cloud Has a Silver Lining: In human life, sorrows and happiness come by turns. Evil days of sorrow are sure to come. But they are not permanent. They are transitory. After the darkness of sorrow, the light of happiness comes. Man always wants happiness. Happiness is desirable, and sorrow is undesirable. Man is always scared of sorrow. When he sees the shadow of sorrow he becomes full of disappointment. But man’s life is not always full of happiness only. Happiness with sorrow and sorrow with happiness are closely interrelated. The pleasurable morning comes after passing the night of sorrow. So we should not be afraid of sorrow. In real life, we face danger and sorrow. With sorrows, the human mind becomes pure. And as a consequence, he gets a newer and greater life. So happiness and peace come after crossing the road of sorrow. The sun cannot be absent even if the cloud covers the whole sky. Like the sun, in human life, sorrows may be scattered, but like the shining sun, happiness is bound to come as clouds will disappear and the sun will shine. So we have to encounter sorrow. If we break down without facing sorrow, we will not be successful. We have to face all troubles with courage. We should always keep in mind that the golden sun laughs behind the clouds.


বাংলা অনুবাদঃ মানবজীবনে সুখ ও দুঃখ পালাক্রমে আসে। খারাপ বা দুঃখের দিন অবশ্যই আসবে। কিন্তু এরা চিরস্থায়ী নয়। এগুলো ক্ষণস্থায়ী। দুঃখের অন্ধকারের পরই সুখের আলো এসে পড়ে। মানুষ সর্বদাই সুখ চায়। মানবের আকাঙ্ক্ষা সুখঃদুখ কেউ চায় না। মানব সর্বদা দুঃখে ভীত। যখনই সে সম্পৃক্ত দুঃখের ছোঁয়া পায় তখনই সে হতাশ হয়ে যায়। কিন্তু মানবজীবন শুধু সুখে পরিপূর্ণ নয়। সুখের সাথে দুঃখে এবং দুঃখের সাথে সুখ সম্পৃক্ত। ব্যাথার রাতের পরই সুখের সকাল দেখা যায়। সুতরাং আমাদেরকে ব্যথায় ভারাক্রান্ত হলে চলবে না। বাস্তব জীবনে আমরা বিপদ-আপদের মুখোমুখি হই। দুঃখ মানব হৃদয়কে খাঁটি করে তোলে। ফলে সে নতুন এবং মহৎ জীবন লাভ করে। তাই সুখ এবং শান্তি দুঃখের পথ পাড়ি দিয়ে আসে। সূর্য অদৃশ্য হতে পারে না, এমনকি মেঘ যদি পুরো সূর্যকে ঢেকে ফেলে তুবও না। সূর্যের মতো, মানব জীবনও ব্যাথায় পরিপূর্ণ, কিন্তু সূর্য কিরণের মতো মেঘ চলে গেলেই সুখ আসে এবং সূর্য উদিত হয়। তাই আমাদেরকে দুঃখের সাথে সংগ্রাম করতে হয়। যদি আমরা সংগ্রাম না করে ভেঙ্গে পড়ি তবে সফল হতে পারব না। আমাদের সাহসিকতার সাথে সকল সমস্যার মোকাবিলা করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে, মেঘের আড়ালে সূর্য হাসে।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment