Handsome is What Handsome Does (যিনি কাজে উদার, তিনিই সুন্দর)
There are both good and bad people in society. But we cannot judge them by their appearance. There are many
good-looking people who are actually ill-tempered and bad. But there are also
ugly men who are well-behaved. So it is wrong to call a good-looking man
‘handsome’ if he leads an evil life. Character is far more attractive and
valuable than good-looking. There is a wise saying – that character is the crown
of human life. Physical beauty is often all skin-deep. We may lose it by accident or for another reason. It is destroyed by illness and old age. So
physical beauty is transitory. But moral worth – the beauty of mind and soul –
has a wholesome and abiding influence. It helps to provide men with spiritual
beauty rather than physical beauty. It endears a man to us more than attractive
outside which we may admire but never love. But many people do not want to find
out the spiritual beauty of a person, they only look at their physical appearance,
their beautiful dresses, etc. But everyone should avoid this kind of meanness.
In fact, beauty lies in man’s deeds and not in their appearance.
বাংলা অনুবাদঃ সমাজে দু’ধরনের লোক রয়েছে,
ভালো ও মন্দ। আমরা তাদেরকে বাহ্যিকভাবে মূল্যায়ন করতে পারি না। বাহ্যিকভাবে সুন্দর
অনেক লোক রয়েছে যারা সত্যিকার অর্থে বদমেজাজি ও মন্দ। আবার অনেক কুৎসিত লোক রয়েছে যাদের
ব্যবহার অত্যন্ত ভালো। তাই একজন সুদর্শন লোক যদি মন্দ ব্যবহার করে তবে তাকে সুন্দর
বলা যায় না। কারণ চরিত্র বাহ্যিক সুন্দরের চেয়েও অধিকতর আকর্ষণীয় এবং মূল্যবান। প্রবাদ
আছে, চরিত্র মানব জীবনের মুকুটস্বরুপ। শারীরিক সৌন্দর্য ক্ষণস্থায়ী। একে আমরা অনেক
দুর্ঘটনার বা কোনো কারণে হারাতে পারি। এ অসুস্থতা এবং বার্ধক্যজনিত কারণে ধ্বংস হতে
পারে। তাই শারীরিক সৌন্দর্য ক্ষণস্থায়ী। কিন্তু নৈতিকতার মূল্যবোধ অর্থাৎ মনের ও আত্মার
সৌন্দর্যের রয়েছে চিরস্থায়ী প্রভাব। এটি মানুষকে শারীরিক সৌন্দর্যের চেয়ে বেশি আধ্যাত্মিক
সৌন্দর্য প্রদান করে। যারা বাহ্যিক সৌন্দর্যের অধিকারী আমরা প্রশংসা করি, ভালোবাসি
না। কিন্তু আত্মিক সৌন্দর্যের লোকেরা আমাদের প্রিয় এবং তাদেরকে আমরা ভালোবাসি। অনেক
লোক রয়েছে যারা আত্মিক সৌন্দর্য না খুঁজে বাহ্যিক সৌন্দর্য, এমনকি পোশাকের সৌন্দর্য
খুঁজে বেড়ায়। কিন্তু সবার এ ধরনের তুচ্ছ স্বভাব ত্যাগ করা উচিত। মূলত, সৌন্দর্য বিরাজ
করে মানুষের কাজে চেহারার নয়।