Amplification On Health is Wealth

Health is Wealth Man hankers after wealth. To acquire wealth he often fails to take proper care of his health. We never perceive that our health is ou

 Health is Wealth (স্বাস্থ্যই সম্পদ)

Amplification: Health is Wealth


Man hankers after wealth. To acquire wealth he often fails to take proper care of his health. We never perceive that our health is our richest wealth. A healthy man or woman can enjoy life perfectly. He or she never goes under any obligation. But an unhealthy person often goes under many obligations. We know that health is the root of all happiness. If we want to be happy we have to be healthy. Without being healthy we cannot be happy. An unhealthy man may be rich but cannot enjoy his life. He cannot eat everything that he likes, he cannot go everywhere he wants to, and he cannot even sleep peacefully at night. On the other hand, a poor healthy man can enjoy life quite well. As we find health the richest wealth we should take proper care of it.


বাংলা অনুবাদঃ মানুষ সম্পদের জন্য আকাঙ্ক্ষিত। প্রায়ই তা অর্জন করতে গিয়ে শরীরের প্রতি যত্নবান হতে ব্যর্থ হয়। আমরা কখনই উপলব্ধি করি না যে স্বাস্থ্য আমাদের সবচেয়ে বড়ো সম্পদ। স্বাস্থ্যবান নারী বা পুরুষই ভালোভাবে জীবন উপভোগ করতে পারে। সে কখনও অসুখী হয় না। কিন্তু স্বাস্থ্যহীন ব্যক্তিকে অনেক কষ্ট করতে হয়। আমরা জানি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। সুখী হতে চাইলে স্বাস্থ্যবান হতে হবে। স্বাস্থ্য ব্যতীত আমরা সুখি হতে পারি না। স্বাস্থ্যহীন ব্যক্তি ধনী হতে পারে কিন্তু সুখী হতে পারে না। জীবনকেও সে ভোগ করতে পারে না। ইচ্ছেমতো খেতে, বেড়াতে এমনকি রাতে ঘুমাতেও পারে না। পক্ষান্তরে স্বাস্থ্যবান দরিদ্র ব্যক্তিও সুখে জীবন কাটাতে পারে। যেহেতু স্বাস্থ্যই পরম সম্পদ তাই এর প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment