Amplification On The crown and glory of life is character

Amplification On The crown and glory of life is character is the real asset of a man. But men are often led to evil ways by their hankering after

 The crown and glory of life is character (চরিত্র হলো জীবনের মুকুট ও গৌরব)

The crown and glory of life is character (চরিত্র হলো জীবনের মুকুট ও গৌরব)

Character is the real asset of a man. But men are often led to evil ways by their hankering after riches and earthly fame. They make these the chief objects of their lives and do not hesitate to adopt foul means to acquire them. They forget that the real wealth of man is not riches or fame, it is character. Character is one’s most precious treasure. Riches are uncertain things, and the fame that power gives or is won by foul means is as short-lived as the dew drop. Pure character, on the other hand, not only makes a man immortal but also wins the love and favour of God. Most of the religious teachers of the world lived and died poor and persecuted. Yet they are respected and worshipped everywhere for the purity and nobility of their character. So we should not allow anything to stain our character, whatever the sacrifice may be. Character is the ornament of men. It is the crown and glory of life.


বাংলা অনুবাদঃ চরিত্র মানুষের প্রকৃত সম্পদ। কিন্তু মানুষ সম্পদের ও যশের লোভে বশীভূত হয়ে ভুল পথে চলে। এগুলো তারা জীবনের প্রধান সম্পদ মনে করে এবং তা অর্জন করার জন্য যে কোনো পথ অবলম্বন করতে দ্বিধাবোধ করে না। তারা ভুলে যায় যে, মানুষের প্রধান সম্পদ টাকাপয়সা বা সুনাম নয় – তা হলো চরিত্র। চরিত্র মহামূল্যবান। ধন-সম্পদ অনিশ্চিত বিষয়, ক্ষমতার মাধ্যমে বা অন্যায়ভাবে অর্জিত খ্যাতি শিশির বিন্দুর ন্যায় ক্ষণস্থায়ী। পক্ষান্তরে, চরিত্র মানুষকে শুধু অমরই করে না, এতে করে সৃষ্টিকর্তার ভালোবাসা ও করুণাও অর্জিত হয়। বিশ্বের অধিকাংশ ধার্মিক ব্যক্তি দরিদ্র অবস্থায় বেঁচে ছিলেন এবং মারা গেছেন। তথাপি তাঁরা তাদের চরিতের জন্য সর্বত্র সম্মানিত ও পূজিত হয়েছেন। তাই ত্যাগের বিনিময় হলেও আমাদের চরিত্র কলুষিত হতে দেওয়া উচিত নয়। চরিত্র মানুষের ভূষণ। এটি জীবনের মুকুট ও গৌরব।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment