Truth has no colour (সত্য চিরস্থায়ী বা সত্যের কোনো রং নেই)
To speak the truth is a man’s best
quality. A man with true sense is always rewarded and honoured. Falsehood is
the antonym of truth. Really truth has no colour. Colour is of different types
such as green, white, blue, pink, yellow etc. these are always changeable. One
colour can take the shape of another. Like it, falsehood has various colours. It
is found in people who can always change their colour of character and
conduct. Sometimes they are good and sometimes are bad. Sometimes they are kind
while some other times they are very rude. But a truthful man cannot do so time
and again. He is one within one but a man with falsehood is many within one. In
this way, we see that truth has no colour.
বাংলা অনুবাদঃ সত্য বলা মানুষের সবচেয়ে বড়
গুণ। সত্যবাদী লোক সর্বদা পুরস্কৃত ও সম্মানিত হন। মিথ্যা বলা সত্যের বিপরীত। প্রকৃতপক্ষে
সত্য চিরস্থায়ী। বিভিন্ন শ্রেণির রং রয়েছে, যেমন – সবুজ, সাদা, নীল, গোলাপি। হলুদ ইত্যাদি।
এগুলো সব সময়ই পরিবর্তনশীল। একটি রং অন্য রঙে রূপান্তরিত হতে পারে। এর মতো মিথ্যারও
বিভিন্ন রং রয়েছে। এটা সেসব লোকের মাঝে দেখা যায় যারা সর্বদা তাদের চরিত্র ও আচরণের
পরিবর্তন ঘটিয়ে থাকে। কোনো কোনো সময় তারা ভালো থাকে, কোনো সময় তারা মন্দ হয়। কোনো কোনো
সময় তারা দয়ালু হয় আবার কোনো সময় তারা রুঢ় হয়ে থাকে। কিন্তু একজন সত্যবাদী লোক কখনো
এরকম করেন না। তিনি একজন, তার ভেতরেও একজন কিন্তু মিথ্যাবাদী লোক একজনের ভেতর অনেকজন।
এভাবে দেখা যায়, সত্য চিরস্থায়ী।