বিদ্যুৎ সংযোগ / সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ

তোমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ / সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ

তোমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ / সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।

তোমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ / সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।

বরাবর

মহাব্যবস্থাপক

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি – ১

চান্দিনা, কুমিল্লা

বিষয়ঃ “ক” গ্রামে বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে।

জনাব,

আমরা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাস্থ “ক” নামক একটি সমৃদ্ধশালী গ্রামের বাসিন্দা। এ গ্রামে একটি স্বাস্থ্যকেন্দ্র, একটি উচ্চ বিদ্যালয়, একটি ফাজিল মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডার গার্ডেন এবং প্রায় দশটি জামে মসজিদ রয়েছে। গ্রামের পাশেই “খ” একটি প্রসিদ্ধ বাজার, যেখানে সকাল থেকে রাত দশটা পর্যন্ত বেচাকেনা চলে। সদরের সাথে সড়কপথে আমাদের গ্রামের সরাসরি যোগাযোগ রয়েছে। তাছাড়া এ গ্রামটি কৃষিনির্ভর হওয়ায় এর চারপাশে রয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। এসব মাঠে দুটি গভীর এবং পাঁচটি অগভীর নলকূপ স্থাপন করলে প্রতি মৌসুমে প্রায় একশ টন ধান উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। কিন্তু বিদ্যুৎ সরবরাহের অভাবে গ্রামবাসীর এ আশা নিরাশায় পরিণত হয়েছে। ব্যস্তময় এ গ্রামের দিনের কর্ম-কোলাহল বিদ্যুতের অভাবে সন্ধ্যার পরেই ভুতুড়ে পল্লীতে পরিণত হয়। অথচ মাত্র দুই কিলোমটার দুরবর্তী “গ” গ্রামেও বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এমতাবস্থায় গ্রামবাসীর জোরালো দাবি, অনতিবিলম্বে “ক” গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হোক। এতে গ্রামটির স্বনির্ভরতার পথ সম্প্রসারিত হবে।

 

অতএব, জনাবের নিকট আমাদের আকুল আবেদন, অনুগ্রহপূর্বক সবদিকে বিবেচনা করে “ক” গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে গ্রামবাসীর চিরকৃতার্থ করবেন।

তারিখঃ ০৩ – ৮ – ২০২৩

নিবেদক

“ক” গ্রামবাসীর পক্ষে

“ম”

প্রেরক

“ম”

“ক” গ্রাম

দাউদকান্দি, কুমিল্লা

প্রতি

মহাব্যবস্থাপক

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি – ১

চান্দিনা, কুমিল্লা

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment