এক থেকে একশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের মাঝে বিভিন্ন সময়ে চাকরীর পরিক্ষায় এই প্রশ্নটি বিভিন্ন ভাবে প্রশ্নে এসে থাকে। তাই আজকের এই ব্লগে আপনাদের মাঝে সাধারন গনিতে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এবং তা কীভাবে সহজে মনে রাখা যায় এবং বিগত পরিক্ষায় আসা এমন কিছুর প্রশ্নের নমুনা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন এবং পেইজটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক।
মৌলিক সংখ্যা কিঃ
মৌলিক এমন একটি সংখ্যা যা ১ হতে বৃহত্তম যে
সকল সংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাঃ
এক থেকে একশ (১ - ১০০) পর্যন্ত মৌলিক সংখ্যা
২৫ টি। যেমন –
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১,
৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭
মনে রাখার সহজ উপায়ঃ
এই ২৫ মৌলিক সংখ্যা মনে রাখার সহজ উপায় হলোঃ ৪ – ৪২২ – ৩২২ – ৩২১ এর বিশ্লেষণ
৪ মানে প্রথম দশক (১ থেকে ১০ পর্যন্ত) মৌলিক
সংখ্যা ৪ টি। যেমন – ২, ৩, ৫, ৭
৪ মানে দ্বিতীয় দশক (১০ থেকে ২০ পর্যন্ত)
মৌলিক সংখ্যা ৪ টি। যেমন – ১১, ১৩, ১৭, ১৯
২ মানে তৃতীয় দশক (২০ থেকে ৩০ পর্যন্ত) মৌলিক
সংখ্যা ২ টি। যেমন – ২৩, ২৯
২ মানে চতুর্থ দশক (৩০ থেকে ৪০ পর্যন্ত) মৌলিক
সংখ্যা ২ টি। যেমন – ৩১, ৩৭
৩ মানে পঞ্চম দশক (৪০ থেকে ৫০ পর্যন্ত) মৌলিক
সংখ্যা ৩ টি। যেমন – ৪১, ৪৩, ৪৭
২ মানে ষষ্ট দশক (৫০ থেকে ৬০ পর্যন্ত) মৌলিক
সংখ্যা ২ টি। যেমন – ৫৩, ৫৯
২ মানে সপ্তম দশক (৬০ থেকে ৭০ পর্যন্ত) মৌলিক
সংখ্যা ২ টি। যেমন – ৬১, ৬৭
৩ মানে অষ্টম দশক (৭০ থেকে ৮০ পর্যন্ত) মৌলিক
সংখ্যা ৩ টি। যেমন – ৭১, ৭৩, ৭৯
২ মানে নবম দশক (৮০ থেকে ৯০ পর্যন্ত) মৌলিক
সংখ্যা ২ টি। যেমন – ৮৩, ৮৯
১ মানে শতক (৯০ থেকে ১০০ পর্যন্ত) মৌলিক সংখ্যা
১ টি। যেমন – ৯৭
একনজরে সংক্ষপে দেখে নেয়া যাকঃ
দশক |
মৌলিক সংখ্যা |
মোট সংখ্যা |
১ - ১০ |
২, ৩, ৫, ৭ |
৪ |
১০ – ২০ |
১১,
১৩, ১৭, ১৯ |
৪ |
২০ - ৩০ |
২৩, ২৯ |
২ |
৩০ - ৪০ |
৩১,
৩৭ |
২ |
৪০ – ৫০ |
৪১, ৪৩, ৪৭ |
৩ |
৫০ – ৬০ |
৫৩,
৫৯ |
২ |
৬০ – ৭০ |
৬১, ৬৭ |
২ |
৭০ – ৮০ |
৭১,
৭৩, ৭৯ |
৩ |
৮০ - ৯০ |
৮৩, ৮৯ |
২ |
৯০ - ১০০ |
৯৭ |
১ |
মনে রাখবেন যে,
- এক থেকে একশ পর্যন্ত সংখ্যার যোগফল = ৫০৬০
- এক থেকে একশ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল = ১০৬০
পরিক্ষায় আসে এমন কিছু সাধারণ প্রশ্নঃ
- ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
- ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
- ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
- ২০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
- ৫০ এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে?
- ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
- ২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
- ৪৩ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
- ৪১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
- ৭০ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
- ৯০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?