Paragraph On A Hartal Day
A
hartal day is a symbol of non-violent protest. Generally a hartal day is
observed to compel some authority to fulfil some demands. When dissatisfaction
grows among a group of people or political parties, hartal becomes a way to
show that. Nowadays, it has become very frequent. Recently we have experienced
a lot of it. Hartal may be called on various issues. On a hartal day people
normally stay at home. But the government servants have to attend their
offices. During hartal motor-vehicles do not run on roads, people move on foot
and sometimes rickshaws are permitted to ply on roads. Private firms, mills and
factories remain closed. On a hartal day young people play different games on
the highways, some enjoy watching satellite TV programme, some complete their
extra work. However, it is true that hartal is very harmful for any country.
But it, at times, solves problems too. So it should be observed within some
limit.
বাংলা অনুবাদ : অহিংস প্রতিবাদের প্রতীক হলো হরতাল
বা ধর্মঘট। সাধারণত কর্তৃপক্ষকে দাবি মানানোর জন্য হরতাল পালন করা হয়। কিছু লোকের
মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন অসন্তোষ দেখা দেয় তখন হরতালই একমাত্র
প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়ায়। আজকাল খুব ঘন ঘন হরতাল হচ্ছে। ইদানিং আমরা
অনেকগুলো হরতাল অবলোকন করেছি। হরতাল বিভিন্ন ইস্যুতে হয়ে থাকে। হরতালের দিনে
সাধারণত লোকজন বাসায় থাকে। কিন্তু সরকারি চাকরিজীবীদের অফিসে যেতে হয়। হরতালের
সময় রাস্তায় মটর চালিত যান চলাচল করতে পারে না। লোকজনদের পায়ে হেঁটে চলতে হয়।
মাঝে মাঝে রিকশা চলতে দেওয়া হয়। বেসরকারি প্রতিষ্ঠানসমূহ, মিল, কারখানা বন্ধ থাকে।
অল্পবয়স্ক ছেলেরা হরতালের দিন রাস্তায় খেলাধুলা করে, কেউ বাসায় টিভি দেখে সময় কাটায়, কেউ অতিরিক্ত কাজগুলো শেষ করে। যাহোক, এটি সত্য যে, হরতাল যে কোনো দেশের জন্য ক্ষতিকর। কিন্তু কোনো সময়ে এটা সমস্যার সমাধানও
করে। তাই কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এটি পালন করা উচিত।