Prevention is Better Than Cure (প্রতিকারের চেয়ে প্রতিরোধক শ্রেয়)
The proverb contains a significant
truth. The proverb teaches us to take prompt action to prevent all absurdities.
This will save us from serious troubles in the future. It is much easier to prevent
illness than to cure it. A person should take proper steps from the very first
to prevent the illness. Otherwise, the
illness may take an acute turn. Getting rid of any disease is not easy. It is
very troublesome. Sometimes proper treatment is not applied. So, there runs a
risk in the whole matter. But if we remain alert at the very beginning, we
shall not have to suffer. For instance, by following the rules of good health
regularly, we can prevent illness easily. But to be cured is tough. The same is
the case with the evil habit of man. It can be easily checked at the early
stage. If neglected to prevent at this stage, it takes deep root and is very
difficult to be shaken off. So, prevention should be taken before anything
wrong happens.
বাংলা অনুবাদঃ প্রবাদটির মধ্যে নিগূঢ় সত্য
অন্তর্নিহিত। প্রবাদটি যে-কোনো সমস্যাকে প্রতিরোধক করার জন্য দ্রুত কাজ করার শিক্ষা
দেয়। এ প্রতিরোধক ভবিষ্যতে মারাত্মক যন্ত্রণা থেকে আমাদের রক্ষা করবে। রোগ প্রতিকারের
চেয়ে প্রতিরোধক অনেক সহজতর। অসুস্থতা থেকে নিজেকে প্রতিরোধক করার জন্য যথাযথ পদক্ষেপ
পূর্বেই নেওয়া উচিত। নতুবা, তা জটিল আকার ধারণ করতে পারে। যে কোনো রোগ থেকে মুক্তি
সহজ ব্যাপার নয়। ইহা খুবই কষ্টদায়ক। কখনও কখনও সঠিক চিকিৎসাও করা হয় না। তাই পুরো ব্যাপারটিতে
একটি ঝুঁকি থেকে যায়। কিন্তু প্রথম থেকেই যদি সতর্ক থাকা যায় তবে আমাদেরকে যন্ত্রণা
ভোগ করতে হবে না। উদাহরণস্বরূপ বলা যায়, সুস্বাস্থ্যের নিয়ম মেনে চলে সহজেই অসুস্থতার
হাত থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু আরোগ্য লাভ করা কঠিন। মানুষের কু-অভ্যাস সম্পর্কেও
একই কথা বলা যায় যা প্রাথমিক পর্যায়ে সহজেই দমন করা যায়। এ পর্যায়ে দমন করতে অবহেলা
করলে পরবর্তীতে তা দমন করা কঠিন হয়ে পড়ে। তাই অসুন্দর কিছু ঘটার পূর্বেই তা প্রতিরোধ
করা উচিত।