Posts

Amplification On Waste not want not

Amplification On Waste not want not The two characteristics of human character are “wasteful” and “wanting”. These two characteristics contain a great

 Waste not, want not (অপচয় করো না, অভাবে পড়ো না)

Waste not, want not (অপচয় করো না, অভাবে পড়ো না)

The two characteristics of human character are “wasteful” and “wanting”. These two characteristics contain a great truth. If we waste, we must fall in want. Frugality is a good habit. We should form this habit from the very beginning of life. We should not waste. Because nobody likes a squanderer. There are many examples of spendthrift in every holy book. Islam says “Those who spend more, are not liked by Allah”. There are many people, who had much money, but because of their wasting money, they became beggars at last. Of affluence, they fall into poverty. So the wastage of anything is very bad. But frugality and miserliness are not the same thing. We should form the habit of being economical, not miserly. One should spend money according to one’s income. And if anyone has more, even then he should not spend more. It is said that he, who spends more, is the brother of the devil. So we should not waste and only then we will not fall victim to want.


বাংলা অনুবাদঃ মানব চরত্রের দুটি বৈশিষ্ট্য হলো অপচয়ী ও অভাবগ্রস্ত হওয়া। এ দুটি বৈশিষ্ট্যের মধ্যে এক বিরাট সত্য লুকিয়ে রয়েছে। অপচয় করলে আমরা অবশ্যই অভাবে পতিত হবো। মিতব্যয়িতা একটি ভালো অভ্যাস। জীবনের শুরু থেকেই আমাদের এ অভ্যাসটি গড়ে তোলা উচিত। আমাদের অপচয় করা উচিত নয়। কারণ অপচয়কারীকে কেউ পছন্দ করে না। প্রত্যেক পবিত্র গ্রন্থে মিতব্যয়িতার অনেক উদাহরণ রয়েছে। ইসলাম বলে, “অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না”। বহু লোক রয়েছে যাদের অনেক টাকা ছিল, কিন্তু তাদের টাকা অপব্যয় করার কারণে তারা অবশেষে ভিক্ষুকে পরিণত হয়েছে। তারা প্রাচুর্য থেকে দারিদ্র্যে নিপতিত হয়। তাই কোনো কিছুর অপচয় খুবই খারাপ। কিন্তু মিতব্যয়িতা আর কৃপণতা এক জিনিস নয়। আমাদের মিতব্যয়ের অভ্যাস গড়ে তোলা উচিত কিন্তু কৃপণ হওয়া নয়। একজন ব্যক্তির তার উপার্জন অনুসারে খরচ করা উচিত। আর কারও অনেক বেশি সম্পদ থেকেও থাকে তখনও তার অধিক খরচ করা উচিত নয়। বলা হয়ে থাকে, যে বেশি অপচয় করে, সে শয়তানের ভাই। তাই আমাদের অপচয় করা উচিত নয়; আর শুধুমাত্র তখনই আমরা অভাবের শিকার হবো না।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment