Prefix কাকে বলে ? Prefix এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা

Prefix কাকে বলে ? Prefix এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা Prefix শব্দটির Pre অর্থ উপসর্গ এবং fix অর্থ মূল শব্দ। অর্থাৎ Prefix বা উপসর্গ হলো এমন বর্ণ বা বর্ণ

ইংরেজি ব্যাকারণে Part of Speech ৮ প্রকার। আর এই ৮ প্রকার Part of Speech এর মধ্যে Noun, Adjective, VerbAdverb এই চার প্রকারকে Key Word বা Base Word বলে এবং Pronoun, Preposition, ConjunctionInterjection এই চার প্রকারকে Subsidiary Word বলে। এই Subsidiary Word গুলো পরিবর্তনযোগ্য নয়, কিন্তু Key Word ও Base Word (অর্থাৎ Noun, Adjective, Verb ও Adverb) কে একপদ থেকে অন্যপদে রূপান্তর করা যায়। ইংরেজিতে এই রূপান্তর পদ্ধতিকে Affixation বলে। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূল শব্দের সাথে এক বা একাধিক অক্ষর যুক্ত করে মূল শব্দের একটি ভিন্নরূপ অথবা একটি ভিন্ন অর্থবহ নতুন শব্দ তৈরি করা যায়।





Prefix কাকে বলে ? Prefix এর ব্যবহার উদাহরণসহ বর্ণনাPrefix কাকে বলে ? Prefix এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা

Affixation সাধারণত দুই প্রকার। যথাঃ Prefixation / Prefix বা উপসর্গের যোগ এবং Suffixation / Suffix বা প্রত্যয়ের যোগ। Prefix এবং Suffix গুলো সাধারণত Affix হিসাবে পরিচিত। যা মূল শব্দের সাথে Prefix বা উপসর্গ এবং Suffix বা প্রত্যয় যোগ করা হয়।

  

Prefix সম্পর্কে সংক্ষেপে বর্ণনা -

 

Prefix এর সংজ্ঞাঃ 

Prefix শব্দটির Pre অর্থ উপসর্গ এবং fix অর্থ মূল শব্দ। অর্থাৎ Prefix বা উপসর্গ হলো এমন বর্ণ বা বর্ণসমষ্টি যা একটি মূল শব্দের শুরুতে যুক্ত হয়ে নতুন অর্থবহ শব্দ তৈরি করে। Prefix বা উপসর্গ যোগে প্রায়ই শব্দের অর্থ পরিবর্তন করে। যেমনঃ Honest শব্দের অর্থ হলো “সৎ” এই Honest শব্দের সাথে “dis” Prefix বা উপসর্গ যোগ করলে শব্দটি Honest শব্দের অর্থ পরিবর্তিত হয় এবং নতুন শব্দ Dis + Honest = Dishonest এর অর্থ “অসৎ” যা “সৎ” শব্দের বিপরীত।

 

Prefix এবং Suffix এর ব্যাতিক্রম উদাহরণঃ

তাহলে Prefix সম্পর্কে সাম্যক ধারণা পাওয়া গেলো। এখন তাহলে ব্যতিক্রম একটি উদাহরণ দেখতে পারি। যেমন – Uncomfortable অর্থ অস্বস্তিকর। এখানে “Un” হলো Prefix বা উপসর্গ, “comfort” হলো Root Word বা মূল শব্দ এবং “able” হলো Suffix বা প্রত্যয়। সুতরাং, Prefix + Root Word + Suffix যোগ করে ভিন্ন অর্থসহ একটি ভিন্ন রূপ পাওয়া যায়। পরিশেষে আমাদের Affixations এবং Root Word সম্পর্কে সাম্যক ধারণা থাকলে  এসব দ্বারা সৃষ্ট নতুন শব্দগুলোর অর্থ বুঝতে সমস্যা হবে না।

 

উল্লেখযোগ্য কিছু Prefix এর তালিকাঃ

ইংরেজি ভাষায় যে সমস্ত Prefix বেশি ব্যবহৃত হয় তার মধ্যে উল্লেখযোগ্যঃ dis, il, im, in, ir, mis, non, un, be, en ইত্যাদি।


Prefix যোগে নতুন শব্দ গঠনের নিয়ম ও উদাহরণসহ বিস্তারিত বর্ণনাঃ

 

নিম্নে Prefix যোগে নতুন শব্দ গঠনের উল্লেখযোগ্য কিছু নিয়ম উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হলো।


গঠন ০১ – যে সকল শব্দে Prefix যুক্ত হয়ে মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। তাদের কিছু নমুনা।

Prefix

Root Word

New Word

 

Dis +

Honest (সৎ)

Dishonest (অসৎ)

Like (পছন্দ করা)

Dislike (অপছন্দ করা)

Obey (মান্য করা)

Disobey (অমান্য করা)

 

Il +

Legal (বৈধ)

Illegal (অবৈধ)

Logical (যৌক্তিক)

Illogical (অযৌক্তিক)

Literate (সাক্ষর)

Illiterate (নিরক্ষর)

 

Im +

Balance (ভারসাম্য)

Imbalance (ভারসাম্যহীন)

Personal (ব্যক্তিগত)

Impersonal (নৈর্ব্যক্তিক)

Mortal (মরণশীল)

Immortal (অমর)

 

In +

Active (সক্রিয়)

Inactive (নিষ্ক্রিয়)

Capable (যোগ্য)

Incapable (অযোগ্য)

Justice (ন্যায়)

Injustice (অন্যায়)

 

Ir +

Regular (নিয়মিত)

Irregular (অনিয়মিত)

Relevant (প্রাসঙ্গিক)

Irrelevant (অপ্রাসঙ্গিক)

Responsible (দায়িত্ববান)

Irresponsible (দায়িত্বহীন)

 

Mis +

Fortune (ভাগ্য)

Misfortune (দুর্ভাগ্য)

Take (লওয়া)

Mistake (ভুল)

Use (ব্যবহার)

Misuse (অপব্যবহার)

 

Non +

Sense (অর্থপূর্ণ)

Nonsense (অর্থহীন কথা)

Stop (বিরাম)

Nonstop (অবিরাম)

Violence (হিংসা)

Nonviolence (অহিংসা)

 

Un +

Able (সক্ষম)

Unable (অক্ষম)

Common (সাধারণ)

Uncommon (অসাধারণ)

Wise (জ্ঞানী)

Unwise (অনভিজ্ঞ)

 


গঠন ০২ – Noun বা Adjective এর সাথে “be” যোগ করে Verb গঠন করা যায়। যেমনঃ

Prefix

Noun / Adjective

Verb

 

 

 

 

 

Be +

 

Cloud (মেঘ)

Becloud (মেঘাচ্ছন্ন করা)

Devil (পিশাচ)

Bedevil (বিপর্যস্ত করা হয়েছে)

Fog (কুয়াশা)

Befog (কুয়াশাচ্ছন্ন করা)

Fool (বোকা)

Befool (বোকা বানানো)

Friend (বন্ধু)

Befriend (বন্ধুত্ব করা)

Late (বিলম্ব)

Belate (বিলম্ব করা)

Little (ছোট)

Belittle (ছোট করা)

Mean (নিচু)

Bemean (হেয় করা)

Quiet (শান্ত)

Bequiet (শান্ত করা)

Tide (কাল)

Betide (ঘটা)

Witch (জাদুকরী)

Bewitch (জাদু করা)

Fit (মানানো)

Befit (মানানসই হওয়া)

 


গঠন ০৩ – Verb এর সাথে “dis” যোগ করে বিপরীত শব্দ গঠ করা যায় – যেমনঃ

Prefix

Verb

Opposite Word

 

Dis +

Allow (মঞ্জুর করা)

Disallow (নামঞ্জুর করা)

Appear (দৃশ্যমান হওয়া)

Disappear (অদৃশ্য হওয়া)

Like (পছন্দ করা)

Dislike (অপছন্দ করা)

Obey (মান্য করা)

Disobey (অমান্য করা)

 


গঠন ০৪ – Noun অথবা Adjective এর সাথে “en” যোগ করে Verb গঠন করা যায়। যেমনঃ

Prefix

Noun / Adjective

Verb

 

 

 

En +

Able (সক্ষম)

Enable (সক্ষম করা)

Courage (সাহস)

Encourage (উৎসাহিত করা)

Danger (বিপদ)

Endanger (বিপদাপন্ন করা)

Fold (ভাঁজ)

Enfold (ভাঁজ করা)

Force (বল)

Enforce (বল প্রয়োগ করা)

Joy (আনন্দ)

Enjoy (উপভোগ করা)

Large (প্রসারিত)

Enlarge (প্রসারিত করা)

List (তালিকা)

Enlist (তালিকাভুক্ত করা)

Rich (ধনী)

Enrich (ধনী করা)


গঠন ০৫ – Adjective এর সাথে “il, im, in, ir” যোগ করে Opposite Adjective গঠন করা যায়। যেমনঃ

Prefix

Adjective

Opposite Adjective

 

Il +

Liberal (উদার)

Illiberal (অনুদার)

Legal (আইনসম্মত)

Illegal (বেআইনি)

Logical (যুক্তিযুক্ত)

Illogical (যুক্তিহীন)

 

Im +

Modest (বিনয়ী)

Immodest (অবিনয়ী)

Moral (নৈতিক)

Immoral (নীতিবহির্গত)

Mortal (মরণশীল)

Immortal (অমর)

 

In +

Active (সক্রিয়)

Inactive (নিষ্ক্রিয়)

Complete (সম্পূর্ণ)

Incomplete (অসম্পূর্ণ)

Valid (উপযুক্ত)

Invalid (বাতিল)

 

Ir +

Regular (নিয়মিত)

Irregular (অনিয়মিত)

Religious (ধর্মীয়)

Irreligious (ধর্মহীন)

Responsible (দায়িত্ববান)

Irresponsible (দায়িত্বহীন)

 

গঠন ০৬ – Noun অথবা Adjective এর সাথে “un” যোগ করে বিপরীতার্থক শব্দ (Antonyms) গঠন করা যায়। যেমনঃ

Prefix

Noun / Adjective

Antonyms

 

 

 

Un +

Able (সক্ষম)

Unable (অক্ষম)

Common (সাধারণ)

Uncommon (অসাধারণ)

Easy (স্বাভাবিক)

Uneasy (অস্বাভাবিক)

Fit (উপযুক্ত)

Unfit (অনুপযুক্ত)

Kind (দয়ালু)

Unkind (নির্দয়)

Social (সামাজিক)

Unsocial (অসামাজিক)

Wise (বুদ্ধিমান)

Unwise (নির্বোধ)

 

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment