Suffix কাকে বলে ? Suffix এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা

Suffix কাকে বলে ? Suffix এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা Suffix বা প্রত্যয় হল এমন বর্ণ বা বর্ণসমষ্টি যা একটি শব্দমূল বা মূল শব্দের পরে বসে এবং নতুন অর্থবহ

ইংরেজি গ্রামারে Part of Speech ৮ প্রকার। আর এই ৮ প্রকার Part of Speech এর মধ্যে Noun, Adjective, VerbAdverb এই চার প্রকারকে Key Word বা Base Word বলে এবং Pronoun, Preposition, ConjunctionInterjection এই চার প্রকারকে Subsidary Word বলে। এই Subsidary Word গুলো পরিবর্তনযোগ্য নয়, কিন্তু Key Word ও Base Word (অর্থাৎ Noun, Adjective, Verb ও Adverb) কে একপদ থেকে অন্যপদে রূপান্তর করা যায়। ইংরেজিতে এই রূপান্তর পদ্ধতিকে Affixation বলে। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূল শব্দের সাথে এক বা একাধিক অক্ষর যুক্ত করে Root Word বা মূল শব্দের সাথে এক বা একাধিক অক্ষর যুক্ত করে মূল শব্দের একটি ভিন্নরূপ অথবা একটি ভিন্ন অর্থবহ নতুন শব্দ তৈরি করা যায়।



 

Suffix কাকে বলে ? Suffix এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা

Affixation সাধারণত দুই প্রকার। যথাঃ Prefixation / Prefix বা উপসর্গের যোগ এবং Suffixation / Suffix বা প্রত্যয়ের যোগ। Prefix এবং Suffix গুলো সাধারণত Affix হিসাবে পরিচিত। যা মূল শব্দের সাথে Prefix বা উপসর্গ এবং Suffix বা প্রত্যয় যোগ করা হয়।

 

Suffix সম্পর্কে সংক্ষেপে বর্ণনা - 

  

Suffix এর সংজ্ঞাঃ 

Suffix বা প্রত্যয় হল এমন বর্ণ বা বর্ণসমষ্টি যা একটি শব্দমূল বা মূল শব্দের পরে বসে এবং নতুন অর্থবহ শব্দ তৈরি করে। তবে Prefix এর মতো Suffix উল্লেখযোগ্যভাবে শব্দের অর্থ পরিবর্তন করে না। যেমনঃ Care শব্দের অর্থ হলো “যত্ন” আর এই Care শব্দের সাথে “ful” Suffix বা প্রত্যয় যোগ করলে নতুন শব্দটি Care + ful = Careful এর অর্থ হলো “যত্নশীল” যা পূর্বের অর্থের চেয়েও অধিক যত্নশীল বোঝায়।

 

Prefix এবং Suffix এর ব্যাতিক্রম উদাহরণঃ

তাহলে Suffix সম্পর্কে সাম্যক ধারণা পাওয়া গেলো। এখন তাহলে ব্যতিক্রম একটি উদাহরণ দেখতে পারি। যেমন – Uncomfortable অর্থ অস্বস্তিকর। এখানে “Un” হলো Prefix বা উপসর্গ, “comfort” হলো Root Word বা মূল শব্দ এবং “able” হলো Suffix বা প্রত্যয়। সুতরাং, Prefix + Root Word + Suffix যোগ করে ভিন্ন অর্থসহ একটি ভিন্ন রূপ পাওয়া যায়। পরিশেষে আমাদের Affixations এবং Root Word সম্পর্কে সাম্যক ধারণা থাকলে  এসব দ্বারা সৃষ্ট নতুন শব্দগুলোর অর্থ বুঝতে সমস্যা হবে না।


উল্লেখযোগ্য কিছু Suffix এর তালিকাঃ 

ইংরেজি ভাষায় যে সমস্ত Suffix বেশি ব্যবহৃত হয় তার মধ্যে উল্লেখযোগ্যঃ ful, less, ness, ly, able, ible, al, ee, er, r, th, hood, dom, ption, tion, ian, ic, ing, ment, ous, s, es, ship, ion, sion, en, ies, ize ইত্যাদি।

 

Suffix যোগে নতুন শব্দ গঠনের নিয়ম ও উদাহরণসহ বিস্তারিত বর্ণনাঃ


নিম্নে Suffix যোগে নতুন শব্দ গঠনের উল্লেখযোগ্য কিছু নিয়ম উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হলো।

 

গঠন ০১ – অধিকাংশ ক্ষেত্রে Suffix যোগ হয়ে মূলশব্দের অর্থের পরিবর্তন না হয়ে পদের পরিবর্তন ঘটে। যেমনঃ

Root Word

Suffix

New Word

Beauty (সৌন্দর্য)

 

+ ful

Beautiful (সুন্দর)

Care (যত্ন)

Careful (যত্নশীল)

Play (চাঞ্চল্য)

Playful (চঞ্চল)

Use (প্রয়োজন)

Useful (প্রয়োজনীয়)

Aim (লক্ষ্য)

 

+ less

Aimless (লক্ষ্যহীন)

Care (সতর্ক)

Careless (অসতর্ক)

Use (প্রয়োজন)

Useless (নিষ্প্রয়োজন)

Faith (বিশ্বাস)

Faithless (বিশ্বাসহীন)

Happy (সুখী)

 

+ ness

Happiness (সুখ)

Kind (দয়ালু)

Kindness (দয়া)

Quiet (শান্ত)

Quietness (শান্তি)

 

 

Earth (পৃথিবী)

 

 

+ ly

Earthly (পার্থিব)

Man (পুরুষ)

Manly (পুরুষোচিত)

Rapid (দ্রুত)

Rapidly (দ্রুরবেগে)

Slow (মন্থর)

Slowly (মন্থরভাবে)

Week (সপ্তাহ)

Weekly (সাপ্তাহিক)

 

গঠন ০২ – Noun এর সাথে able / ible যোগ করে Adjective গঠন করা যায়। যেমনঃ

Noun

Suffix

Adjective

Comfort (আরাম)

+ able

Comfortable (আরামদায়ক)

Fashion (চল / ধরণ)

Fashionable (সুরুচিসম্মত)

Reason (যুক্তি)

+ ible

Reasonable (যুক্তিপূর্ণ)

Response (জবাব)

Responsible (জবাবদিহি)

 

গঠন ০৩ – Verb এর সাথে able যোগ করে Adjective গঠন করা যায়। যেমনঃ

Verb

Suffix

Adjective

Drink (পান করা)

 

+ able

Drinkable (পানযোগ্য)

Eat (খাওয়া)

Eatable (খাওয়ার যোগ্য)

Forget (ভুলে যাওয়া)

Forgettable (ভুলে যাওয়ার মতো)

Move (পরিবর্তন করা)

Moveable (পরিবর্তনযোগ্য)

 

গঠন ০৪ – Noun এর সাথে “al” যোগ করে Adjective গঠন করা যায়। যেমনঃ

Noun

Suffix

Adjective

Accident (দুর্ঘটনা)

 

+ al

Accidental (দুর্ঘটনামূলক)

Digit (সংখ্যা)

Digital (সংখ্যা সংক্রান্ত)

Verb (ক্রিয়াপদ)

Verbal (ক্রিয়াপদ সংক্রান্ত)

গঠন ০৫ – Verb এর সাথে “al” যোগ করে Noun গঠন করা যায়। যেমনঃ

Verb

Suffix

Noun

Approve (অনুমোদন করা)

 

+ al

Approval (অনুমোদন)

Arrive (আসা)

Arrival (আগমন)

Propose (প্রস্তাব করা)

Proposal (প্রস্তাব)

Try (চেষ্টা করা)

Trial (বিচার)

 

গঠন ০৬ – Verb এর সাথে “ee” যোগ করে Noun গঠন করা যায়। যেমনঃ

Verb

Suffix

Noun

Address (ঠিকানা)

 

+ ee

Addressee (প্রাপক)

Employ (নিয়োগ করা)

Employee (নিয়োগপ্রাপ্ত ব্যক্তি)

Pay (অর্থ প্রদান করা)

Payee (যাকে অর্থ প্রদান করা হয়)

 

গঠন ০৭ – Verb এর সাথে ‘er / r’ যোগ করে Noun গঠন করা যায়। যেমনঃ

Verb

Suffix

Noun

Speak (বলা)

 

+ er

Speaker (বক্তা)

Work (কাজ করা)

Worker (শ্রমিক)

Fight (যুদ্ধ করা)

Fighter (যোদ্ধা)

Read (পাঠ করা)

Reader (পাঠক)

Make (নির্মাণ করা)

 

+ r

Maker (নির্মাতা)

Rule (শাসন করা)

Ruler (শাসক)

Drive (চালানো)

Driver (চালক)

Write (লেখা)

Writer (লেখক)

 

গঠন ০৮ – Adjective এর সাথে ‘er’ যোগ করে Comparative Form এর Adjective গঠন করা যায়। যেমনঃ

Adjective

Suffix

Comparative Form (Adj)

Big (বড়)

 

+ er

Bigger (বড়)

Rich (ধনী)

Richer (ধনী)

Tall (লম্বা)

Taller (লম্বা)

 

গঠন ৯ – Adjective এর শেষে ‘th’ যোগ করে Noun গঠন করা হয়। যেমনঃ

Adjective

Suffix

Noun

Broad (প্রশস্ত)

 

+ th

Breadth (প্রশস্ততা)

Deep (গভীর)

Depth (গভীরতা)

Strong (শক্তিশালী)

Strength (শক্তি)

True (সত্য)

Truth (সত্য)

 

গঠন ১০ – শব্দের শেষে ‘Hood / Dom’ ইত্যাদি যোগ করে Noun গঠন করা যায়। যেমনঃ

Root Word

Suffix

Noun

Adult (বয়স্ক)

 

+ hood

Adulthood (পূর্ণবয়স্কতা)

Boy (বালক)

Boyhood (বাল্যজীবন)

False (মিথ্যা)

Falsehood (মিথ্যাকথা)

Free (স্বাধীন)

 

+ dom

Freedom (স্বাধীনতা)

King (রাজা)

Kingdom (রাজ্য)

Wise (জ্ঞানী)

Wisdom (জ্ঞান)

 

গঠন ১১ – Verb এর শেষে “ume” থাকলে ‘ption’ যোগ করে Noun গঠন করা যায়। যেমনঃ

Verb

Suffix

Noun

Assume (অনুমান করা)

 

+ ption

Assumption (অনুমান)

Consume (ভোগ করা)

Consumption (ভোগ)

Resume (পুনরায় শুরু করা)

Resumption (পুনরায় শুরু)

 

গঠন ১২ – Noun এর সাথে ‘ful’ যোগ করে Adjective গঠন করা যায়। যেমনঃ

 

Noun

Suffix

Adjective

Duty (দায়িত্ব)

 

 

+ ful

Dutiful (দায়িত্ববান)

Faith (বিশ্বাস)

Faithful (বিশ্বাসযোগ্য)

Help (সাহায্য)

Helpful (সহায়ক)

Hope (আশা)

Hopeful (আশাব্যঞ্জক)

Joy (আনন্দ)

Joyful (আনন্দদায়ক)

 

গঠন ১৩ – কিছু সংখ্যক Noun এর সাথে ‘ian’ যোগ করে Adjective গঠন করা যায়। যেমনঃ

Noun

Suffix

Adjective

India (ভারত)

 

+ ian

Indian (ভারতীয়)

Canada (কানাডা)

Canadian (কানাডীয়)

Italy (ইতালি)

Italian (ইতালীয়)

 

গঠন ১৪ – Noun এর সাথে ‘ic’ যোগ করে Adjective গঠন করা যায়। যেমনঃ

Noun

Suffix

Adjective

Arab (আরব)

+ ic

Arabic (আরবি)

Islam (ইসলাম)

Islamic (ইসলাম ধর্মীয়)

 

গঠন ১৫ – Verb এর সাথে ‘ing’ যোগ করে Noun অথবা Present Participle গঠন করা যায়। যেমনঃ

Verb

Suffix

Noun/Present Participle

Die (মরা)

 

+ ing

Dying (মুমুর্ষ)

Read (পড়া)

Reading (পড়া)

Write (লেখা)

Writing (লেখা)

 

গঠন ১৬ – Noun এর সাথে ‘less’ যোগ করে Opposite Adjective গঠন করা যায়। যেমনঃ

Noun

Suffix

Opposite Adjective

Aim (লক্ষ্য)

 

 

 

 + less

Aimless (লক্ষ্যহীন)

Faith (বিশ্বাস)

Faithless (বিশ্বাসহীন)

Fear (ভীতি)

Fearless (নির্ভীক)

Help (সাহায্য)

Helpless (সাহায্য সহযোগিতাহীন)

Hope (আশা)

Hopeless (আশাহীন)

Land (ভূমি)

Landless (ভূমিহীন)

Life (জীবন)

Lifeless (প্রাণহীন)

 

গঠন ১৭ – কিছু সংখ্যক Adjective এর সাথে ‘ly’ যোগ করে Adverb গঠন করা যায়। যেমনঃ

Adjective

Suffix

Adverb

Active (সক্রিয়)

 

 

 

 + ly

Actively (সক্রিয়ভাবে)

Bad (খারাপ)

Badly (খারাপভাবে)

Bold (স্পষ্ট)

Boldly (স্পষ্টভাবে)

Clear (পরিষ্কার)

Clearly (পরিষ্কারভাবে)

Deep (গভীর)

Deeply (গভীরভাবে)

Direct (সরাসরি)

Directly (সরাসরি)

Full (সম্পূর্ণ)

Fully (সম্পূর্ণরুপে)

 

গঠন ১৮ – কিছু সংখ্যক Verb এর সাথে ‘ment’ যোগ করে Noun গঠন করা যায়। যেমনঃ

Verb

Suffix

Noun

Advance (উন্নতি করা)

 

 

 

 

 

 + ment

Advancement (উন্নতি)

Agree (চুক্তি করা)

Agreement (চুক্তি)

Allot (বরাদ্দ দেওয়া)

Allotment (বরাদ্দ)

Amuse (আনন্দ দেওয়া)

Amusement (আনন্দ)

Announce (ঘোষণা করা)

Announcement (ঘোষণা)

Attach (সংযোগ করা)

Attachment (সংযোজন)

Develop (উন্নতি করা)

Development (উন্নতি)

Enjoy (আনন্দ উপভোগ)

Enjoyment (আনন্দ)

Employ (নিয়োগ দেওয়া)

Employment (চাকরি)

Improve (উন্নতি করা)

Improvement (উন্নতি)

Manage (নিয়ন্ত্রণ করা)

Management (নিয়ন্ত্রণ)

 

গঠন ১৯ – কিছু সংখ্যক Adjective এর সাথে ‘ness’ যোগ করে Noun গঠন করা যায়। যেমনঃ

Adjective

Suffix

Noun

Aware (সতর্ক)

 

 

 

 + ness

Awareness (সতর্কতা)

Dark (অন্ধকারাচ্ছন্ন)

Darkness (অন্ধকার)

Dry (শুস্ক)

Dryness (শুস্কতা)

Fresh (সজীব)

Freshness (সজীবতা)

Happy (সুখী)

Happiness (সুখ)

Hard (শক্ত)

Hardness (কাঠিন্য)

Large (লম্বা)

Largeness (বিশালতা)

 

গঠন ২০ – কিছু সংখ্যক Noun এর সাথে ‘ous’ যোগ করে Adjective গঠন করা যায়। যেমনঃ

Noun

Suffix

Adjective

Danger (বিপদ)

 

 

 + ous

Dangerous (বিপদজ্জনক)

Desire (কামনা)

Desirous (কামনাকারী)

Glory (মহিমা)

Glorious (মহিমান্বিত)

Grief (কষ্ট)

Grievous (কষ্টদায়ক)

Joy (আনন্দ)

Joyous (আনন্দদায়ক)

Labour (শ্রম)

Laborious (শ্রমসাধ্য)

Marvel (বিস্ময়)

Marvelous (বিস্ময়কর)

 

গঠন ২১ – Singular Countable Noun এর সাথে ‘s / es’ যোগ করে Plural Noun গঠন করা যায়। যেমনঃ

Singular Noun

Suffix

Plural Noun

Boy (বালক)

+ s

Boys (বালকেরা)

Mango (আম)

+ es

Mangoes (আমগুলো)

 

গঠন ২২ – Finite Verb এর সাথে “s / es” যোগ করে Singular Verb (শুধুমাত্র Third Person Singular Form এর সাথে ব্যবহৃত হয়) গঠন করা যায়। যেমনঃ

Verb

Suffix

Verb (Singular Form)

Go (যাওয়া)

 + es

Goes (যাওয়া)

Come (আসা)

 + s

Comes (আসা)

Read (পড়া)

 + s

Reads (পড়া)

 

গঠন ২৩ – Noun এর সাথে ‘ship’ যোগ করে পুনরায় Noun গঠন করা যায়। যেমনঃ

Noun

Suffix

Noun

Fellow (সহচর)

 

Fellowship (সাহচর্য)

Friend (বন্ধু)

 

Friendship (বন্ধুত্ব)

Partner (অংশীদার)

 

Partnership (অংশীদারিত্ব)

Student (ছাত্র)

 

Studentship (ছাত্রত্ব)

 

গঠন ২৪ – Verb এর সাথে “ion / tion / sion” যোগ করে Noun গঠন করা যায়। যেমনঃ

Verb

Suffix

Noun

Expect (প্রত্যাশা করা)

 

 + tion

Expectation (প্রত্যাশা)

Attend (মনোযোগী হওয়া)

Attention (মনোযোগ)

Contend (কলহ করা)

Contention (কলহ)

Notify (অবগত করা)

Notification (অবগতকরণ)

Allocate (বরাদ্দ করা)

 

 

 + ion

Allocation (বরাদ্দ)

Associate (সংযুক্ত করা)

Association (সাহচর্য)

Civilize (সভ্য করা)

Civilization (সভ্যতা)

Collect (সংগ্রহ করা)

Collection (সংগ্রহ)

Concede (অনুমতি দেওয়া)

 

+ sion

Concession (অনুমোদন)

Decide (সিদ্ধান্ত দেওয়া)

Decision (সিদ্ধান্ত)

Extend (প্রসারিত করা)

Extension (প্রসার)

Provide (ভরণপোষণ করা)

Provision (রসদ)

 

গঠন ২৫ – শব্দের শেষে ‘en’ যোগ করে Verb গঠন করা যায়। যেমনঃ

Root Word

Suffix

New Word

Bright (উজ্জ্বল)

 

 

 + en

Brighten (উজ্জ্বল করা)

Deep (গভীর)

Deepen (গভীর করা)

Height (উচ্চতা)

Heighten (উন্নত করা)

Light (হালকা)

Lighten (হালকা করা)

Loose (ঢিলা)

Loosen (ঢিলা করা)

 

গঠন ২৬ – শব্দের শেষে ‘ies/ize’ যোগ করে Verb গঠন করা যায়। যেমনঃ

Root Word

Suffix

New Word

Apology (ক্ষমা)

+ ies

+ ize

Apologies (ক্ষমা চাওয়া)

Authority (ক্ষমতা)

Authorize (ক্ষমতাপ্রদান করা)

Civil (সভ্য)

Civilize (সভ্য করা)

 

গঠন ২৭ – Noun এর সাথে ‘y/ey’ যোগ করে Adjective গঠন করা যায়। যেমনঃ

Noun

Suffix

Adjective

Air (বায়ু)

 

 

 + y

Airy (বায়বীয়)

Blood (রক্ত)

Bloody (রক্তক্ষয়ী)

Bone (হাড়)

Bony (অস্থিময়)

Fish (মৎস্য)

Fishy (মৎস্যপূর্ণ)

Fat (মোটা)

Fatty (মোটাসোটা)

Hand (হাত)

Handy (লঘুহস্ত)

Clay (মৃত্তিকা)

 + ey

Clayey (মৃত্তিকাপূর্ণ)

 

 

Suffix Examples Worked Out:

Cheer, Mercy, Play, Taste, Quiet, Coward, Rapid, Sick, Slow, Objection, Sense, Bear, Forget, Prefer, Bury, Dismiss, Refuse, Remove, Nominate, Train, Auction, Paint, Hunt, Produce, True, Warm, Wide, Child, Martyr, Presume, Spoon, Thought, Use, Egypt, Iran, Prose, Dance, Bound, Cheer, Meaning, Name, Penny, Sense, Shame, Thought, Use, Absolute, Blunt, Entire, Exact, Hopeful, Hopeless, Initial, Lavish, Naked, Partial, Precise, quick, Restless, Short, Slow, Smiling, Wide, Advertise, Argue, Amuse, Appoint, Attain, Commit, Confine, Detach, Engage, Establish, Govern, Judge, Improve, Place, Replace, Require, Retire, Retrench, Treat, Appropriate, Awkward, Careless, Cheerless, Eager, Fond, High, Little, Restless, Vague, Worthy, Courage, Desire, Poison, Suspicion, Victory, Virtue, Wonder, Lord, Member, Partner, Scholar, Student, Absorb, Attend, Nationalize, Notify, Operate, Oppose, Pretend, Localize, Upgrade, Utilize, Accommodate, Accumulate, Allocate, Alleviate, Agitate, Anticipate, Assimilate, Associate, Celebrate, Cultivate, Connect, Congratulate, Distribute, Elect, Elevate, Eliminate, Evaluate, Eradicate, Estimate, Formulate, Illuminate, Invent, Locate, Narrate, Nominate, Ruminate, Stimulate, Transmute, Decide, Extend, Provide, Black, Haste, Loose, Strength, Sweet, Tough, Thick, Agony, Equal, Industrial, Sympathy, Bush, Dirt, Greed, Leaf, Moss, Noise, Rock, Sand, Sun, Storm. (ইত্যাদি)

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment