Where there is a will, there is a way (ইচ্ছা থাকিলে উপায় হয়)
Everybody wants greatness but very few
attain it. The main reason is that most people are lacking in strength of will.
A weak-minded person is frightened away by the initial difficulties and gives
up the attempt in despair. If a man faces the difficulties bravely he will be
able to overcome them and succeed in the end. Firm determination will also open
out before us unthought-of ways of reaching the goal. So if one way is failed,
we may take to another and continue it till the object is fulfilled. The well-known
story of the Crow and the Pitcher is a good illustration in point. In fact,
nothing is impossible to man and the main thing necessary for success in life
is firm determination and strength of will. So, it is said that where there is
a will, there is a way.
বাংলা অনুবাদঃ সবাই বড় হতে চায় কিন্তু খুব
কম লোকেই তা পারে। এর মূল কারণ অধিকাংশ লোকের ইচ্ছাশক্তির অভাব। দুর্বল মনের লোকেরা
সামান্য জটিলতা দেখেই ঘাবড়ে যায় এবং গৃহীত পদক্ষেপ থেকে হতাশাগ্রস্ত হয়ে সরে দাঁড়ায়।
যদি কেউ সাহসিকতার সহিত সমস্যাগুলো মোকাবিলা করে তবে সে তা সহজেই কাটিয়ে উঠতে পারবে
এবং অবশেষে সফলতা অর্জন করবে। দৃঢ়বিশ্বাসের দ্বারা লক্ষ্যে পৌঁছার পথ খুঁজে পাওয়া যাবে।
তাই এক পথে ব্যর্থ হলে আমরা অন্য পথ নিতে পারি এবং যতক্ষণ পর্যন্ত না উদ্দেশ্য সফল
হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে পারি। কাক এবং কলসির গল্পটি এই প্রবচনের উজ্জ্বল
দৃষ্টান্ত। বস্তুত মানুষের দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। জীবনে সফল হতে হলে সবচেয়ে
প্রয়োজন যা তা হলো দৃঢ় মনোবল ও প্রবল ইচ্ছাশক্তি। তাই বলা হয় যে, ইচ্ছা থাকলে উপায়
হয়।