প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর
রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের ‘Auxiliary Verb’ নিয়ে
বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Auxiliary Verb এর সংজ্ঞাঃ
Sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল Verb বা
ক্রিয়া নিজে কোনো অর্থ প্রকাশ করে না, বরং অন্য একটি Verb বা ক্রিয়া কে যথাযথ অর্থ
প্রকাশে সাহায্য করে তাকে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া বলে। যেমনঃ
Maha is writing a letter
এখানে ‘is’ নিজে কোনো অর্থ প্রকাশ করে না
কিন্তু বাক্যের “Writing” Verb বা ক্রিয়ার অর্থ প্রকাশে সাহায্য করেছে। তাই এই বাক্যে
‘is’ একটি Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া।
Auxiliary Verb এর প্রকারভেদঃ
Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া ২ প্রকার।
যথাঃ
- Primary Auxiliary Verb
- Modal Auxiliary Verb
নিন্মে Auxiliary Verb এর প্রকারভেদ সম্পর্কে
বিস্তারিত আলোচনা করা হলো –
Primary Auxiliary Verb:
যে Auxiliary Verb গুলো বাক্যের স্বাভাবিক
অর্থ প্রকাশে সাহায্য করে তাদেরকে Primary Auxiliary Verb বলে।
Primary Auxiliary Verb গুলো হলোঃ am,
is, are, was, were, have, has, had ইত্যাদি।
Modal Auxiliary Verb:
যে সকল Auxiliary Verb মূল Verb এর সাথে যুক্ত
হয়ে Verb এর ক্ষমতা, প্রয়োজনীয়তা, প্রেক্ষাপট ইত্যাদি Mood প্রকাশ করে তাকে Modal Auxiliary
Verb বলে। এদেরকে Modal Verb ও বলে।
নোটঃ Modal Auxiliaries এর সাথে ‘s/es’, ‘ing’
বা ‘ed’ Participles যুক্ত হয় না।
Modal Auxiliary Verb গুলো হলোঃ can /
could, may / might, shall / should, will / would, must, dare, need, ought to,
used to, have to, would rather, had better.
নিম্নে Modal Auxiliaries Verb এর বিভিন্ন
Form দেখানো হলোঃ
Modals |
Negative |
Contracted Negative |
Can |
Can not |
Can’t |
Could |
Could
not |
Couldn’t |
May |
May not |
Mayn’t |
Might |
Might
not |
Mightn’t |
Shall |
Shall not |
Shan’t |
Should |
Should
not |
Shouldn’t |
Will |
Will not |
Won’t |
Would |
Would
not |
Wouldn’t |
Must |
Must not |
Mustn’t |
Ought to |
Ought
not to |
Oughtn’t
not |
Used to |
Used not to |
Usedn’t to |
Need |
Need
not |
Needn’t |
Dare |
Dare not |
Daren’t |
Modal Verb এর বৈশিষ্ট্যঃ
- Modal Verb এর শেষে ‘s/es’ যুক্ত হয় না।
- Modal Verb গুলোকে Negative বা Interrogative করতে হলে তাদের সাথে কোনো Auxiliary Verb যোগ করতে হয় না।
- Modal Verb গুলো প্রত্যেকেই আলাদা এবং একটি আরেকটির Past, Present কিংবা Future from নয়। যেমনঃ could – Present, Past এবং Future Tense এ ব্যবহৃত হতে পারে।
- Modal Verb এর সাথে ‘ing’ যোগ করা যায় না এবং এদের Present Participle গঠন করা যায় না।
- Modal Verb এর Infinitive হয় না অর্থাৎ ‘go’ Verb এর সাথে ‘to’ যোগ করে ‘to go’ লেখা যায় কিন্তু ‘can/may’ এদের সাথে ‘to’ যোগ করে ‘to can / to may’ লেখা যায় না।
- Modal Verb গুলো অনেক সময় Sentecne – এ Auxiliary Verb হিসেবে ব্যবহৃত হয় তখন Modal Verb এর পরে মূল Verb-টির Base from হয়।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।