প্রিয় ভিউয়ারস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টাইটেল দেখে অবশ্যই বুঝে নিয়েছেন কি নিয়ে আজকের এই ব্লগ। হ্যাঁ, আজকের ব্লগে আমরা একটি Gmail Account কীভাবে খুলতে তা নিয়ে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।
প্রথম ধাপঃ প্রথমে আপনি এই লিংকে প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপঃ “Create Account” বাটনে ক্লিক
করুন। এখানে আপনি তিনটি আপশন দেখতে পাবেন, যথাক্রমেঃ For my personal use, For my child এবং
For work or my business ইত্যাদি। আপনি প্রথম অপশনটিতে ক্লিক করুন।
তৃতীয় ধাপঃ “For my personal use” ক্লিক করার পর, আপনি
নতুন একটি পেইজ দেখতে পাবেন। এখানে আপনি আপনার “First Name & Last Name” দিবেন।
তবে Last Name অপশনাল তাই না দিলে ও হবে। তারপর “Next” বাটনে ক্লিক করবেন।
চতুর্থ ধাপঃ এই ধাপে আপনি আপনার জন্মের দিন, মাস ও সাল এবং লিঙ্গ নির্বাচন করবেন। (লিঙ্গের ক্ষেত্রেঃ পুরুষ হলে “Male”, মেয়ে হলে “Female”) তারপর “Next” বাটনে ক্লিক করবেন।
পঞ্চম ধাপঃ এই ধাপে আপনি আপনার পছন্দ মতো
আপনার Gmail Account এর ইউজার নেইম দিবেন। (তবে ইউজার নেইম সাধারণত Letters,
Numbers & Periods হবে।) তারপর “Next” বাটনে ক্লিক করবেন।
ষষ্ট ধাপঃ এই ধাপে আপনি আপনার Gmail
Account এর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড অবশ্যই বিভিন্ন বর্ণ, সংখ্যা এবং সিম্বলের সমন্বয়
করে দিতে হবে। পাসওয়ার্ড সম্পর্কে জানতে দেখুন। তারপর “Next” বাটনে ক্লিক করবেন।
- [message]
- ##check## মনে রাখবেন যে
- নিম্নের সপ্তম ও অষ্টম ধাপগুলো আপনার Gmail Account এর নিরাপত্তার জন্য খুবই জরুরী। পাশাপাশী Gmail Unusual Activity, Password Recovery এবং Account Restore এসকল ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এই ধাপগুলো আপনি আপনার ইচ্ছামতো আপডেট করে নিতে পারেবন।
সপ্তম ধাপঃ এই ধাপে আপনি আপনার Gmail
Account এর Unusual Activity সম্পর্কে জানতে আপনার Recovery Email Address দিবেন। আর
Recovery Email যদি না থাকে তাহলে ‘Skip’ বাটনে ক্লিক করবেন।
অষ্টম ধাপঃ এই ধাপে আপনি আপনার মোবাইল নাম্বার
দিবেন এবং “Next” বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রদত্ত নাম্বারে ৬ সংখ্যার (G-012345)
একটি কোড যাবে। আর ঐ কোড টি আপনি ইনপুটে দিয়ে “Verify” বাটনে ক্লিক করলেই আপনার মোবাইল
নাম্বার ভেরিফাই হয়ে যাবে।
নবম ধাপঃ এই ধাপে আপনি আপনার Gmail
Account এর Address দেখতে পাবেন। যা পরিবর্তে Gmail Account সাইন-ইন করতে প্রয়োজন হবে।
আর এটাই আপনার আকাঙ্ক্ষিত ইমেইল। তারপর “Next” বাটনে ক্লিক করবেন।
দশম ধাপঃ এই ধাপে আপনি গুগল এর Terms of
Service এবং Privacy Policy ভালো করে কয়েকবার পড়ে “I Agree” বাটনে ক্লিক করবেন।
একাদশ ধাপঃ উপরের সকল ধাপ ভালোভাবে পুরণ করতে
পারলে। আপনি আপনার Gmail Account সফলতার সাথে তৈরি করতে পারবেন এবং নিম্নের ইন্টারফেস
দেখতে পারবেন। এখন আপনি আপনার জিমেইল আপনার দৈনিন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন।
আশা করি আপনিও সফলভাবে আপনি আপনার জিমেইল
এক্যাউন্ট তৈরি করে নিয়েছেন। আর যদি এক্যাউন্ট তৈরি করতে কোনো সমস্যার সম্মুখীন হোন
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ওয়েবসাইটের পোষ্টগুলো আপনাদের কেমন লাগে
তা জানাবেন। আর কি কি সম্পর্কে পোষ্ট দিলে আপনারা উপকৃত হবেন তাও জানাবেন। আশা করি
ভালো থাকবেন, আজ আর নয়। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পোষ্টটে। আল্লাহ হাফেয।