How to Use The Pomodoro Timer

Pomodoro Timer হলো এমন একটি সময় ব্যবস্থাপনা কৌশল যা আপনার দৈনিন্দন কাজগুলোকে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়। যা সাধারণত প্রতিটি কাজ কে প্রথম ২৫ মিনিটে

Pomodoro Timer হলো এমন একটি সময় ব্যবস্থাপনা কৌশল যা আপনার দৈনিন্দন কাজগুলোকে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়। যা সাধারণত প্রতিটি কাজ কে প্রথম ২৫ মিনিটে এবং সর্বোচ্চ ৩ - ৫ মিনিটের ছোট বিরতি দ্বারা আলাদা করা হয়। এভাবে চারটি পোমোডোরো চক্রের পর, আপনি ১২ – ১৫ মিনিটের দীর্ঘ বিরতি নিন। Pomodoro এমন একটি কৌশল উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে আপনি আপনার কাজকে ছোট ছোট ভাগ করে এবং নিয়মিত বিরতি নেওয়ার মাধ্যমে, আপনি কোনো রকম বার্ণআউট না করে আপনার ফোকাস এবং কাজের উৎপাদনশীলতা বাড়াতে পারেন। সাথে সাথে এই বিরতি নেওয়ার মাধ্যমে আপনার মস্তিষ্ককে বিশ্রাম এবং রিচার্জ করার সুযোগ দেয়।

How to Use The Pomodoro Timer

Pomodoro Timer সাধারণত ডেস্কটপ এবং মোবাইলে অ্যাপ এ বিদ্যমান। কিন্তু আপনি আমাদের এই পেইজের Pomodoro Timer ব্যবহার করতে পারেন এর জন্য আলাদা কোনো অ্যাপস ইন্সটল করতে হবে না। আমাদের এই Pomodoro Timer এ চারটি বাটন বিদ্যমান, তার মধ্যেঃ প্রথমটি হলো Work বাটন যারা দ্বারা আপনি কোনো কাজের জন্য ২৫ মিনিট সময় পাবেন। দ্বিতীয়টি হলো Short Break বাটনা যার দ্বারা আপনি ২৫ মিনিট কাজের পর ৫ মিনিট বিশ্রাম নিতে পারেন। অথবা তৃতীয় Long Break বাটনটি ব্যবহার করতে পারেন এই বাটনটি দ্বারা আপনি ১৫ মিনিট বিশ্রামের সময় পাবন। এবং চতুর্থ বাটনটি Reset এর জন্য।

 

Pomodoro Timer ব্যবহার করার কিছু কার্যকরি টিপসঃ

  • ২৫ মিনিটে কাজ সম্পন্ন করা যায় এমন কাজগুলো বেছে নিবেন। যাতে করে আপনি আপনার কাজের জন্য অতিরিক্ত সময় ব্যায় এড়াতে পারবেন।
  • ২৫ মিনিট কাজের পর আপনি আপনার মস্তিস্কেক বিশ্রাম দিতে এবং বার্নআউট এড়াতে বিরতি ব্যবহার করেন।
  • এই বিরতির জন্য আপনি Pomodoro Timer কয়েকটি চক্রের মাধ্যমে আপনি আপনার ফোকাস এবং কাজের উৎপাদনশীলতা বাড়াতে পারেন।
  • নিম্নে Pomodoro Timer টি ব্যবহার করুন এবং কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।  

Pomodoro Clock By Notesaid24

Pomodoro Clock

25 : 00

All rights reserved notesaid24.com

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment