প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের ‘Modal Auxiliary Verb’ গুলোর গঠনপ্রণালী ও উদাহরণ নিয়ে সংক্ষিপ্তাকারে আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Modal Verb |
ব্যবহার |
গঠনপ্রণালী ও উদাহরণ |
Can (পারা) |
১। সামর্থ্য বুঝাতে ২। অনুমতি বুঝাতে ৩। সম্ভাবনা বুঝাতে |
Stru: Sub + Can (present) + Ext. Ex: I can walk five miles at a time Stru: Can + Sub + P.V. (present) + Ext.? Ex: Can I go with you? Stru: Sub + Can + P.V. (present) + Ext. Ex: I can go to your house. |
Could (করতে পারতাম) |
১।
অতীত অভ্যাসগত কিছু কাজ যাআগে কেউ করতে পারত এখন আর পারে না এরুপ বুঝালে। ২।
অনুরোধ অর্থে |
Stru:
Sub + Could + P.V. (present) + Ext. Ex:
My grandfather could make nice stories. Stru:
Could + sub + P.V. (present) + Ext.? Ex:
Could you help me? |
May (পারা) |
১। কোনো কাজ করার সম্ভাবনা বুঝাতে (Can এর তুলনায় কম সম্ভাবনা) ২। ভদ্রোচিত / বিনয়ের সাথে কোনো কাজ করার অনুমতি নেয়া অর্থে
ব্যবহৃত হয়। |
Stru: Sub + May + P.V. (present) + Ext. Ex: I may help you Stru: May + Sub+ P.V. (present) + Ext.? Ex: May I come in? |
May Have (কোনো কাজ করে থাকতে
পারে) |
কোনো
কাজ করে থাকতে পারে এরুপ বুঝাতে। এক্ষেত্রে কাজটি কে করেছে এটা নিশ্চিত নয়। |
Stru:
Sub + May have + P.V. (PPF) + Ext. Ex:
My mother may have reached home by this time. |
Would (হবে) |
কাউকে কোনো বিষয়ে অনুরোধ করা অর্থে ব্যবহৃত হয়। |
Stru: Could + Sub + P.V. (present) + Ext.? Ex: Would you have a cup of tea? |
Should (উচিত) |
কারো
কোনো কিছু নীতিগতভাবে করা উচিত। |
Stru:
Sub + Should + P.V. (present) + Ext. Ex:
You should not hate the poor. |
Must (অবশ্যই কোনো কাজ করবে) |
যখন কেউ কোনো কাজ অবশ্যই করবে এরুপ বুঝাতে |
Stru: Sub + Must + P.V. (present) + Ext. Ex: You must speak the truth. |
Need (প্রয়োজন হওয়া) |
যখন
কোনো বস্তু বা কাউকে প্রয়োজন হওয়া বুজাবে। |
Stru:
Sub + Need + P.V. (present) + Ext. Ex:
I need go outside. Note:
Need যখন Modal রুপে ব্যবহৃত হয় তখন এর পর ‘to’ ব্যবহৃত হয় না। কিন্তু ‘P.V.’ রুপে
ব্যবহৃত হলে ‘to’ ব্যবহৃত হবে। যেমন – Stru:
Sub + Need + To + P.V. (present) + Ext. Ex:
I need to talk with you. (এখানে ‘need’ হলো P.V.) |
Need not |
প্রয়োজন না হওয়া অর্থে ব্যবহৃত হয়। |
Stru: Sub + Need not + P.V. (present) + Ext. Ex: I need not wait further. এখানে ‘Need’ Modal হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে Need কে Principal
হিসেবে ব্যবহার করা যায়। যেমন – I do not need to wait further. বাক্যটি Present Indefinite Tense এর Auxiliary verb এর সাহায্য
নিয়েছে এবং মূল Verb এর আগে ‘to’ ব্যবহৃত হয়েছে। |
Need not have (কোনো কিছু করার
প্রয়োজন ছিল না) |
অতীতে
কোনো কাজ করার প্রয়োজন ছিল না। কিন্তু করা হয়েছিল এরুপ অর্থে ব্যবহৃত হয়। |
Stru:
Sub + Need not have + P.V. (P.P.F) + Ext. Ex:
I need not have informed him of that news. |
Dare (সাহস করা) |
কারো কোনো কাজ করতে সাহস করা অর্থে ব্যবহৃত হয়। |
Stru: Sub + Dare + P.V. (present) + Ext. Ex: He dares go in the darkness. |
Had better |
অতীতে
কোনো কাজ করাই ভালো ছিল কিন্তু করা হয়নি এরুপ বুঝাতে। |
Stru:
Sub + Had better + P.V. (present) + Ext. Ex:
Maha had better take admission into Engineering. |
Would rather |
দুটি কাজের মধ্যে একটিকে বেছে নেওয়া বুঝাবে। |
Stru: Sub + Would rather + P.V. (present) + Ext. Ex: I would rather wait. |
Note: P.V = Principal Verb =>
P.P.F = Past Participle Form => Ext = Extension |
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।