প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের “Modal Auxiliary Verb - Can” এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Can এর ব্যবহার -
Can এর বিভিন্ন রুপ - |
|
Negative |
Cannot / Can’t |
Interrogative |
Can
I? |
Negative - Interrogative |
Can I not / Can’t I? |
Note: Can এর পর সাধারণত Bare
Infinitive (Verb এর Present From) বসে। |
Rule 1: অনুমতি (Permission) বুঝাতে
Present এবং Future Tense এ সকল Person এ Can ব্যবহৃত হয়। যেমন –
Maha: Can I use the pen?
Habib: Yes, you can.
Note: অনুমতি বুঝাতে Can এবং May একই অর্থ
প্রকাশ করে তবে May, Can – এর চেয়ে বেশি বিধিসম্মত।
Rule 2: ক্ষমতা বা সামর্থ্য (Ability) বুঝাতে
Can ব্যবহৃত হয়। যেমন –
He can walk fast.
I cannot swim.
Rule 3: like, dislike, desire, feel,
hear, realize, satisfy, see, smell, taste, and understand এদের পূর্বে Can ব্যবহৃত
হয়। যেমন –
I can hear music.
I can smell the rose.
I can understand the lesson.
I can feel your problem.
Rule 4: অনুরোধ (Request) বুঝাতে Can ব্যবহৃত
হয়। যেমন –
Can you help me with some money?
Rule 5: সম্ভাবনা (Possibility) বুঝাতে Can
ব্যবহৃত হয়। যেমন –
General Possibility: You can drive
smoothly on a spacious road (The road is spacious enough – রাস্তা যথেষ্ট প্রশস্ত)
Occasional Possibility: Chickenpox can
be quite dangerous. (Sometimes they are quite dangerous – কখনও কখনও এটা বেশ বিপজ্জনক)
Rule 6: প্রস্তাব (Suggestion) বুঝাতে Can
ব্যবহৃত হয়। যেমন –
I can rent a car if you want.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।