প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের ‘Modal Auxiliary Verb’ এর “May / Might” ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
May / Might এর ব্যবহার।
Rule 1: অনুমতি (Permission) বুঝাতেঃ
Present Tense এবং Future Tense এর সকল Person (1st Person, 2nd
Person এবং 3rd Person) সাথে “May” ব্যবহৃত হয়। যেমনঃ
May I come in? (1st Person)
You may leave the room. (2nd
Person) (I give you permission to leave the room)
He may borrow my book (3rd
Person) (I give him permission to borrow my book)
Note: উপরল্লোখিত উদাহরণগুলো তে সাধারণত
May এবং Can বসালে একই অর্থ প্রকাশ করে। তবে May শব্দটি Can এর চেয়েও বেশি অগ্রাধিকার।
Rule 2: সম্বাব্যতা (Possibility) বুঝাতেঃ
1. May / Might সাধারণত Present Tense এবং
Future Tense এর সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন –
Maha might leave the class. (But I
doubt it)
The medicine is good. It may / might
cure your disease (It will cure your disease.)
That might be our car. (But I doubt it)
উপরের উদাহরণগুলো প্রত্যেকটি হতেও পারে এবং
নাও হতে পারে এমন সম্ভব্যতা বুঝায়।
Note: Might / May এর চেয়ে বেশি অনিশ্চয়তা
প্রকাশ করে। যেমনঃ
He may / might be waiting at the
market.
2. Conditional এবং পূর্বে প্রকাশিত Past
Form of Verb এর ক্ষেত্রে Might ব্যবহৃত হয়। যেমন –
If I saw him, I might tell him the
matter. (Conditional)
He said that he might help you.
(Indirect Speech)
I knew you might do the work.
Rule 3: উদ্দেশ্য (Purpose) বুঝাতে May /
Might ব্যবহৃত হয়। যেমন -
Maha works hard so that she may
prosper.
Habib worked hard so that he might
prosper.
Rule 4: ইচ্ছা এবং আকাঙ্ক্ষা (Wishes and
Hopes) বুঝাতে May ব্যবহৃত হয়। যেমন –
May Bangladesh live long.
May Maha return safely.
May they be happy.
Rule 5: অনুমান (Speculation) বুঝাতে
Present Tense এবং Past Tense এ May / Might ব্যবহৃত হয়। যেমন –
They may / might be playing now.
They may / might be waiting for you at
the station now.
Note: সাধারণত এরুপ ক্ষেত্রে ঘটনার সাথে স্থান
বা বর্তমান সময়ের উল্লেখ থাকে।
Past
Action - He may / might have gone. => It is possible that he went/has
gone => Or, Perhaps he went/has gone.
Rule 6: তথ্য (Information) জানার ক্ষেত্রে
May / Might ব্যবহৃত হয়। তবে এক্ষেত্রে Might এর ব্যবহার বেশি প্রযোজ্য। যেমন –
Who may / might you be?
He asked who she might be.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।