প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে Relative Pronoun হিসেবে who, which, what, that, whose, but এ শব্দগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
👉 Relative Pronoun সম্পর্কে বিস্তারিত জানুন।
Relative
Pronoun |
ব্যবহার |
উদাহরণ |
Who |
কেবল
ব্যক্তিকে নির্দেশ করতে যে
/ যারা অর্থে |
I
know the man who is honest. The
boy who came yesterday is my
brother. |
Whom |
কেবল ব্যক্তিকে নির্দেশ
করতে যাকে / যাদেরকে অর্থে |
This is boy whom all praise. This is the man whom I saw yesterday. |
Whose |
ব্যক্তি
বা বস্তুকে নির্দেশ করতে যার/যাদের/যেগুলোর
অর্থে |
This
is the man whose pocket was
picked. |
Which |
প্রাণহীন বস্তু, শিশু
ও ইতর প্রাণীকে নির্দেশ করলে |
This is my table
which I bought last month. This is the baby
which cried for its mother. |
That |
ব্যক্তি,
বস্তু, প্রাণী নির্দেশ করতে Singular বা Plural উভয় Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়। |
This
is the patient that was taken to
the hospital. A
dog that barks seldom bites. Take
anything that you like. |
What |
শুধু বস্তুকে নির্দেশ
করতে ‘যা’ অর্থে antecedent (পূর্বগামী) ছাড়া ব্যবহৃত হয়। |
I understood what he said. Listen to what he says. I bought what he made. |
But |
Who/that
+ negative এর সংক্ষিপ্ত রুপ হিসেবে বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়। |
There
is no mother but (who does not) loves her child. There
is no man but (who/that does not) wishes to be
happy. |
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।