বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ
বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে ভাষাবিদদের মাঝে মত পার্থক্য রয়েছে। নিম্নে
তা তুলে ধরে হলো –
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে –
ইন্দো – ইউরোপিয় ভাষা |
৫০০০ খ্রিঃ পূর্ব |
শতম |
৩৫০০
খ্রিঃ পূর্ব |
আর্য |
২৫০০ খ্রিঃ পূর্ব |
ভারতীয় |
১২০০
খ্রিঃ পূর্ব |
প্রাচীন ভারতীয় কথ্য আর্য (আদিম প্রাকৃত) |
৮০০ খ্রিঃ পূর্ব |
প্রাচীন প্রাচ্য |
৪০০
খ্রিঃ পূর্ব |
গৌড়ী প্রাকৃত |
২০০ খ্রিঃ পূর্ব |
গৌড়ী অপভ্রিংশ |
৪০০
– ৬০০ খ্রিঃ পূর্ব |
বঙ্গ - কামরূপী |
৫০০ খ্রিঃ |
বাংলা |
৬৫০
খ্রিঃ |
বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ভাষাবিদদের মন্তব্য –
ভাষাবিদ |
মন্তব্য |
ড. সুনীতিকুমার চট্রোপাধ্যয় |
বাংলা
ভাষার উদ্ভব মাগধী প্রাকৃত ভাষা থেকে। |
ড. সুনীতিকুমার চট্রোপাধ্যয়সহ অধিকাংশ |
বাংলা ভাষার উদ্ভবের
সময় খ্রষ্টীয় দশম শতাব্দীতে। |
ড. সুনীতিকুমার চট্রোপাধ্যয় |
বাংলা
ভাষার আদিস্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী। |
ড. মুহাম্মদ শহীদুল্লাহ |
বাংলা ভাষার উদ্ভব
গৌড়ী প্রাকৃত ভাষা (মাগধী প্রাকৃতের প্রাচ্যতর রূপ) |
ড. মুহাম্মদ শহীদুল্লাহ |
বাংলা
ভাষার উদ্ভবের সময় খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে। |
ড. মুহাম্মদ শহীদুল্লাহ |
বাংলা ভাষার আদিস্তরের
স্থিতিকাল সপ্তম – দ্বাদশ শতাব্দী। |
পরীক্ষায় আসে এমন কিছু প্রশ্নের উত্তরসহ তালিকা দেওয়া হলো –
- মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনিসমষ্টিকে বলে – ভাষা।
- মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম – ভাষা।
- ভাষার মূল উপাদান – ধ্বনি।
- বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – সাড়ে তিন হাজারের উপরে।
- প্রায় ২৪ কোটি লোকের মুখের ভাষা – বাংলা।
- বাংলা ভাষার বয়স প্রায় – ১০০০ বছর (মাগধী ও গৌড়ী প্রাকৃত অনুসারে)।
- ড. সুনীতিকুমার চট্রোপাধ্যয় ও জর্জ গ্রিয়ারসনের মতানুসারে বাংলা ভাষার উদ্ভব হয়েছে – মাগধী প্রাকৃত থেকে।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, বাংলা ভাষার উদ্ভব হয়েছে – গৌড়ই প্রাকৃত থেকে।
- বাংলা ভাষার জন্ম – বঙ্গ কামরূপী ভাষা থেকে।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহ মতে, বাংলা ভাষার উৎসকাল – ৭ম শতক।
- ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা বিশ্বের – ৭ম ভাষা।
- বাংলা ভাষা বিশেষভাবে প্রভাবিত – দ্রাবিড় ও কোল অনার্যভাষা দ্বারা।
- বাংলা ভাষার আদি উৎস – ইন্দো-ইউরোপীয় ভাষা।
- পৃথিবীর অধিকাংশ ভাষার রূপ দুটি – লিখিত ও কথ্য।
- তৎসম শব্দ বেশি থাকে – সাধু ভাষায়।
- সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করেন – রাজা রামমোহন রায়।
- বাংলা ভাষা যে বংশ থেকে এসেছে - ইন্দো-ইউরোপীয় (শতম শাখা)
- ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের শাখা দুটি – কেন্তুম ও শতম।
- বাংলার আদি অধিবাসীগণ – অস্ট্রিক ভাষাভাষী ছিল।
- ‘প্রাকৃত’ শব্দটির অর্থ – স্বাভাবিক।
- বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী – অপভ্রংশের কাছে।
- উত্তরাপথের ‘Lingua Franca’ বলা হতো – শৌরসেনী ভাষাকে।
- মৈথিলী ও বাংলার মিশ্র ভাষাই – ব্রজবুলি ভাষা।
- সহোদর ভাষাগোষ্ঠী বলা হয় – বাংলা অসমিয়াকে।