বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ

 বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ

বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ

বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে ভাষাবিদদের মাঝে মত পার্থক্য রয়েছে। নিম্নে তা তুলে ধরে হলো –

ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে –

ইন্দো – ইউরোপিয় ভাষা

৫০০০ খ্রিঃ পূর্ব

শতম

৩৫০০ খ্রিঃ পূর্ব

আর্য

২৫০০ খ্রিঃ পূর্ব

ভারতীয়

১২০০ খ্রিঃ পূর্ব

প্রাচীন ভারতীয় কথ্য আর্য (আদিম প্রাকৃত)

৮০০ খ্রিঃ পূর্ব

প্রাচীন প্রাচ্য

৪০০ খ্রিঃ পূর্ব

গৌড়ী প্রাকৃত

২০০ খ্রিঃ পূর্ব

গৌড়ী অপভ্রিংশ

৪০০ – ৬০০ খ্রিঃ পূর্ব

বঙ্গ - কামরূপী

৫০০ খ্রিঃ

বাংলা

৬৫০ খ্রিঃ

 

বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ভাষাবিদদের মন্তব্য –

ভাষাবিদ

মন্তব্য

ড. সুনীতিকুমার চট্রোপাধ্যয়

বাংলা ভাষার উদ্ভব মাগধী প্রাকৃত ভাষা থেকে।

ড. সুনীতিকুমার চট্রোপাধ্যয়সহ অধিকাংশ

বাংলা ভাষার উদ্ভবের সময় খ্রষ্টীয় দশম শতাব্দীতে।

ড. সুনীতিকুমার চট্রোপাধ্যয়

বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী।

ড. মুহাম্মদ শহীদুল্লাহ

বাংলা ভাষার উদ্ভব গৌড়ী প্রাকৃত ভাষা (মাগধী প্রাকৃতের প্রাচ্যতর রূপ)

ড. মুহাম্মদ শহীদুল্লাহ

বাংলা ভাষার উদ্ভবের সময় খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে।

ড. মুহাম্মদ শহীদুল্লাহ

বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল সপ্তম – দ্বাদশ শতাব্দী।

 

পরীক্ষায় আসে এমন কিছু প্রশ্নের উত্তরসহ তালিকা দেওয়া হলো –

  • মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনিসমষ্টিকে বলে – ভাষা।
  • মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম – ভাষা।
  • ভাষার মূল উপাদান – ধ্বনি।
  • বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – সাড়ে তিন হাজারের উপরে।
  • প্রায় ২৪ কোটি লোকের মুখের ভাষা – বাংলা।
  • বাংলা ভাষার বয়স প্রায় – ১০০০ বছর (মাগধী ও গৌড়ী প্রাকৃত অনুসারে)।
  • ড. সুনীতিকুমার চট্রোপাধ্যয় ও জর্জ গ্রিয়ারসনের মতানুসারে বাংলা ভাষার উদ্ভব হয়েছে – মাগধী প্রাকৃত থেকে।
  • ড. মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, বাংলা ভাষার উদ্ভব হয়েছে – গৌড়ই প্রাকৃত থেকে।
  • বাংলা ভাষার জন্ম – বঙ্গ কামরূপী ভাষা থেকে।
  • ড. মুহাম্মদ শহীদুল্লাহ মতে, বাংলা ভাষার উৎসকাল – ৭ম শতক।
  • ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা বিশ্বের – ৭ম ভাষা।
  • বাংলা ভাষা বিশেষভাবে প্রভাবিত – দ্রাবিড় ও কোল অনার্যভাষা দ্বারা।
  • বাংলা ভাষার আদি উৎস – ইন্দো-ইউরোপীয় ভাষা।
  • পৃথিবীর অধিকাংশ ভাষার রূপ দুটি – লিখিত ও কথ্য।
  • তৎসম শব্দ বেশি থাকে – সাধু ভাষায়।
  • সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করেন – রাজা রামমোহন রায়।
  • বাংলা ভাষা যে বংশ থেকে এসেছে - ইন্দো-ইউরোপীয় (শতম শাখা)
  • ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের শাখা দুটি – কেন্তুম ও শতম।
  • বাংলার আদি অধিবাসীগণ – অস্ট্রিক ভাষাভাষী ছিল।
  • ‘প্রাকৃত’ শব্দটির অর্থ – স্বাভাবিক।
  • বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী – অপভ্রংশের কাছে।
  • উত্তরাপথের ‘Lingua Franca’ বলা হতো – শৌরসেনী ভাষাকে।
  • মৈথিলী ও বাংলার মিশ্র ভাষাই – ব্রজবুলি ভাষা।
  • সহোদর ভাষাগোষ্ঠী বলা হয় – বাংলা অসমিয়াকে।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment