গুরুত্বপূর্ণ Phrase & Idioms বাংলা অর্থসহ

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Phrase and Idioms’ নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


গুরুত্বপূর্ণ Phrase & Idioms এর তালিকাগুরুত্বপূর্ণ Phrases & Idioms এর তালিকা বাংলা অর্থসহ

প্রত্যেক ভাষারই নিজস্ব শব্দবিন্যাস ও ভাব প্রকাশের রীতি রয়েছে। বাংলা ভাষায় যেমন বাগধারা রয়েছে, ইংরেজিতেও তেমন কিছু শব্দগুচ্ছ আছে। আর এগুলোকে Idioms বলে। যেমন বাংলা বাগধারায় – গোবরে পদ্ম ফুল, পুকুর চুরি, ডুমুরের ফুল ইত্যাদি। বাংলায় এসব শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। আক্ষরিক অর্থ অর্থাৎ এসকল শব্দগুচ্ছের এক একটি শব্দের প্রচলিত অর্থ একত্র করে সমগ্র শব্দগুচ্ছটির অর্থ করতে চাইলে তাতে কোনো অর্থ পাওয়া যাবে না। একইভাবে, ইংরেজিতেও দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত শব্দগুচ্ছ বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। যেমন – At sixes and sevens – বিশৃঙ্খলভাবে, At dangers drawn – শত্রুভাবাপন্ন, At home in – পারদর্শী, To take to heart – মনে আঘাত পাওয়া, ইত্যাদি।

 গুরুত্বপূর্ণ Phrase & Idioms বাংলা অর্থসহ


তবে মনে রাখতে হবে, এ শব্দগুচ্ছগুলোর কোনো পরিবর্তন-পরিবর্ধন খেয়াল খুশিমত করা যায় না। এসব শব্দগুচ্ছের অন্তর্গত “a, an, the, in, at, by, with বা Singular এবং Plural” কে ইচ্ছামতো পরিবর্তন করা যায় না। অতএব এই Phrases and Idioms গুলোর রূপ ও ব্যবহার যত্নসহকারে শিখে নেওয়া দরকার।

নিম্নে Common Idiom and Phrase এর তালিকা দেওয়া হলো –

“A”

Phrase & Idioms

অর্থ

Absorbed in

মগ্ন থাকা

A great deal of

প্রচুর পরিমাণে

Against one’s will

কারও ইচ্ছার বিরুদ্ধে

A lot of

বহুল পরিমাণে

All the more

আরও বেশি

All over

সর্বত্র, দফারফা হওয়া

As an excuse for

অজুহাত স্বরুপ

As for

সম্বন্ধে, বিষয়ে

As if

যেন

As much as

ততটা পরিমাণ ----- যতটা

A short cut

সংক্ষিপ্ত পথ

As though

যেন

As well

ও, অধিকিন্তু

As well as

আরও

At a time

এক কালে, এক সময়ে

At all

আদৌ

At all times

সব সময়ে

At daylight

প্রাতঃকালে

At first

প্রথম দিকে

At first sight

প্রথম দর্শনে

At least

অন্ততপক্ষে

At length

অবশেষে, বিস্তারিতভাবে

At once

তৎক্ষাণাৎ, অবিলম্বে

At one’s door

কারো দ্বার প্রান্তে, আরোপযোগ্য হওয়া

At present

বর্তমানে

At the sight of

কোনো কিছু দর্শনে

Attend of

মনোযোগ দেওয়া

ABC

প্রাথমিক জ্ঞান

Above all

সর্বোপরী

Above board

অকপট

An open secret

যে গোপন রহস্য অনেকেরই জানা

An apple of discord

কলহের/বিবাদের বিষয়

Apple of Sodom

মাকাল ফল

Apple of one’s eye

নয়নের মণি

A black sheep

কুলাঙ্গার

A bolt from the blue

বিনা মেঘে বজ্রপাত

A man of letters

পন্ডিত ব্যক্তি

A rift in the lute

মতবিরোধ

A far cry

বহু ব্যবধান

A sleeping partner

অর্থ প্রদানকারী নিস্কর্মা অংশীদার

A bird’s eye view

এক নজরে দেখা

A dark horse

অপরিচিত যে ব্যক্তির গুণাগুণের পরিচয় এখনও মিলে নেই

All ears to

মনোযোগী

All moonshine

বাজে

All in all

সর্বেসর্বা

All on a sudden

অকস্মাৎ

A slow coach

ধীর প্রকৃতির লোক

A going concern

চালু ব্যবসায়

All the same

একই

All over with

সব শেষ হওয়া

As far as

যতদূর

As long as

যতক্ষণ পর্যন্ত

As soon as

যত শীঘ্র

As good as

প্রকৃতপক্ষে

As though

যেন

At a discount

যথার্থ মূল্যায়ন না হওয়া

At all costs

যে কোনো প্রকারে

At arm’s length

দূরে রাখা

At any rate

যে প্রাকারেই হোক

At a stretch

একটানা

At best

বড় জোর

At bay

কোণঠাসা

At a low ebb

নিম্নমুখী

At all hazards

বাধাবিপত্তি সত্ত্বেও

At a loss

কিংকির্তব্যবিমূঢ়

At daggers drawn

প্রতিহিংসাপরায়ণ সম্পর্ক

At sixes and sevens

এলোমেলো

At stake

বিপন্ন

At the eleventh hour

শেষ মুহুর্তে

A narrow escape

অল্পের জন্য বেঁচে যাওয়া

At large

স্বাধীনভাবে

At long last

অবশেষে

At the outset

প্রারম্ভে

At the top of

শীর্ষস্থানে

At one’s heels

ঠিক পেছনে থাকা

At variance with

অসঙ্গতিপূর্ণ

At home

দক্ষ, পারদর্শী

“B”

Phrase & Idioms

অর্থ

Bag and baggage

তল্পিতল্পাসহ

Before long

শীঘ্র

Big guns

নামকরা বা বিশিষ্ট ব্যক্তিগণ

By hook or by crook

যে কোনো প্রকারে

By no means

কিছুতেই না

By dint of, By virtue of

গুণে

By far

অত্যাধিক পরিমাণ

By all means

সর্বান্তকরণে

By and by

শীঘ্রিই

By the by

প্রসঙ্গক্রমে

By fits and starts

মাঝে মাঝে খুব উদ্যমের সাথে

By leaps and bounds

খুব দ্রুতগতিতে

By means of

দ্বারা

Bid fair

দেখানো

By turns

পর্যায়ক্রমে

By way of

স্বরূপে

Bed of roses

পুষ্প শয্যা

Bed of thorns

কন্টক শয্যা

Between Scylla and Charybdis

উভয় সঙ্কট

Between two fires

উভয় সঙ্কট

Between the horns of a dilemma

উভয় সঙ্কট

Bone of contention

বিবাদের কারণ

Burning question

ব্যাপক আলোচিত বিষয়

Bear the brunt of

প্রধান ধাক্কা সহ্য করা

Beat about the bush

অপ্রাসঙ্গিক আলোচনা করা

Beat the air

বৃথা শ্রম করা

Beggar description

অবর্ণনীয়

Black and blue

নিদারূনাভাবে

Break one’s heart

দুঃখ দেয়া

Break the news

দুঃসংবাদ দেয়া

Bring to light

প্রকাশ করা

Bring to book

তিরস্কার করা

Brass tacks

প্রকৃত কাজ

Bad blood

শত্রুতা

Blue blood

আভিজাত্য

Bring to bay

কোণঠাসা করা

Break the ice

নিস্তব্ধতা ভঙ্গ করা

Bury the hatchet

বিবাদ মিটিয়ে ফেলা

Bring about

ঘটানো

Bring out

প্রকাশ করা

Bring up

লালন পালন করা

Bring down

নত করা

Burst into

কান্না, হাসি ইত্যাদিতে ফেটে পড়া

Backwards and forwards

একবার পিছনের দিকে, একবার সামনের দিকে

Be burdened with

কোনো কিছু দ্বারা ভারাক্রান্ত হওয়া

Because of

কারণে, দরুন

Become the victims of

বলি হওয়া, শিকারে পরিণত হওয়া

Bedded on

ভিত্তির উপর প্রতিষ্টিত

Be good to

সদয় হওয়া

Be had at

পাওয়া যায়

Be in a hurry

ব্যস্ততায় থাকা, তাড়াহুড়ায় থাকা

Believe in

বিশ্বাস করা

Belong to

অধিকারে থাকা

Be past caring

উদ্বিগ্ন হওয়ার পর্যায় অতিক্রান্ত হওয়া

Be well into

নিমগ্ন হওয়া, নিয়োজিত থাকা

Bill of fare

মূল্যসহ খাদ্যের তালিকা

Blow out

বায়ু প্রবাহ দ্বারা তাড়িয়ে বের করা বা নির্বাপিত করা

Bother about

মাথা ঘামানো

Break in upon

গতি ব্যাহত করা

Bring oneself to

নিজকে প্রবৃত্ত করানো

“C”

Phrase & Idioms

অর্থ

Call on

কারও সাথে দেখা করা

Call in

ডেকে পাঠানো

Call up

স্মরণ করা

Call upon

দেখা করা

Call for

দাবি করা, চাওয়া

Carry on

চালিয়ে যাওয়া

Carry out

পালন করা

Come by

পাওয়া

Come of

জন্মগ্রহণ করা

Come round

আরোগ্য লাভ করা

Cut off

কেটে ফেলা, বিচ্ছিন্ন করা

Cats and dogs

মুষলধারে

Carry the day

জয়লাভ করা

Carry into effect

কার্যে পরিণত করা

Catch a Tartar

শক্ত লোকের পাল্লায় পড়া

Catch sight of

দৃষ্টিগোচর হওয়া

Call to mind

স্মরণ করা

Call in question

সন্দেহ করা

Change colour

ভয়ে ফ্যাকাশে হওয়া

Close-fisted man

কৃপণ

Cock and bull story

গাঁজাখুরি গল্প

Come to light

প্রকাশ হওয়া

Come to a head

চরম অবস্থায় পৌঁছানো

Come true

সত্যে পরিণত হওয়া

Come into force

কার্যকরী হওয়া

Cry down

নিন্দা করা

Crying need

জরুরি প্রয়োজন

Cry over spilt milk

বৃথা অনুশোচনা করা

Cut and dried

বাঁধাধরা, পূর্বে প্রস্তুত

Curry favour

হীন তোষামোদের দ্বারা অনুগ্রহ লাভের চেষ্টা করা

Cut a sorry figure

ভালো করতে না পারা

Cut to the quick

হৃদয় স্পর্শ করা, আঘাত দেওয়া

Care for

যত্ন নেওয়া

Close to

সন্নিকটে

Close dealing

দর কষাকষিমূলক কেনাকাটা, কেনাকাটায় ব্যয়কুণ্ঠ

Come over

পক্ষ পরিবর্তন করা

Come up to

অনুরুপ হওয়া

Condole with

সমবেদনা প্রকাশ করা

Congratulate on

কোনো সাফল্যের জন্য অভিনন্দন জানানো

Cut out

বাদ দেওয়া, কেটে রূপ দেওয়া

“D”

Phrase & Idioms

অর্থ

Dead language

অচল ভাষা

Dead against

ঘোর বিরোধী

Die in harness

কাজ করতে করতে মারা যাওয়া

Double game

দ্বিমুখী নীতি

Do up

পরিশ্রান্ত করা , সাজানো

Do away with

লোপ করা, রহিত করা

“E”

Phrase & Idioms

অর্থ

Early in the year for

কোনো কিছুর মৌসুম শুরু না হওয়া

End in smoke

ব্যার্থ হওয়া

“F”

Phrase & Idioms

অর্থ

Fall flat

ফলপ্রসু না হওয়া

Fight shy

এড়িয়ে চলা

Fish out of water

অস্বস্তিকর অবস্থায়

Fish in a troubled water

এলোমেলো অবস্থার সুযোগ নেওয়া

Far and wide

সর্বত্র

Flesh and blood

রক্তমাংসের শরীর

For good

চিরকালের জন্য

From hand to mouth

দিন আনে দিন খায় বা বহু কষ্টে জীবনধারণ করে

From A to Z

প্রথম হতে শেষ পর্যন্ত

“G”

Phrase & Idioms

অর্থ

Gala day

উৎসবের দিন

Get rid of

মুক্তি পাওয়া

Gift of the gab

বাকপটুতা

“H”

Phrase & Idioms

অর্থ

Hard and fast

ধরা বাঁধা

Hard nut to crack

কঠিন সমস্যা

Head and ears

সম্পূর্ণরুপে

Heart and soul

সর্বান্তঃকরণে

Hold water

ধোপে টেকা

Hold good

প্রযুক্ত হওয়া

Hue and cry

শোরগোল

Hush money

ঘুষ

Household word

সকলের পরিচিত নাম

“I”

Phrase & Idioms

অর্থ

In time

ঠিক সময়

In order to

উদ্দেশ্য

In lieu of

পরিবর্তে

In black and white

লিখিতভাবে

In cold blood

ঠান্ডা মাথায়

In no time

শীঘ্র

In the nick of time

ঠিক সময়

Ins and outs

খুঁটিনাটি সব কিছু

In vogue

চালু

In force

বলবৎ

In a nut shell

খুব সংক্ষেপে

In a hurry

তাড়াহুড়ার মধ্যে

In the mean time

ইতোমধ্যে

In one’s teens

তের থেকে উনিশ বছর বয়সের মধ্যে

In the long run

পরিণামে

In vain

বৃথা

Irony of fate

ভাগ্যের পরিহাস

“L”

Phrase & Idioms

অর্থ

Lion’s share

সিংহভাগ

Lame excuse

খোঁড়া যুক্তি

“K”

Phrase & Idioms

অর্থ

Kith and kin

নিকট আত্মীয়

“M”

Phrase & Idioms

অর্থ

Maiden speech

প্রথম বক্তৃতা

Man of letters

পন্ডিত লোক

Man of straw

অপদার্থ লোক

Make both ends meet

আয়ব্যায় মেলানো

Moot point

অমীমাংসিত বিষয়

“N”

Phrase & Idioms

অর্থ

Nip in the bud

অঙ্কুরে বিনষ্ট করা

Null and void

বাতিল

Now and then

মাঝে মাঝে

“O”

Phrase & Idioms

অর্থ

Of course

অবশ্যই

On the contrary

বিপরীত পক্ষে

On the wane

হ্রাসমান

On the whole

মোটের উপর

On the spur of the moment

মুহুর্তের উত্তেজনায়

Out of date

অপ্রচলিত

Out of the wood

বিপদমুক্ত

Out of doors

বাহিরে

Out of sorts

ঈষৎ অসুস্থ

Out of order

বিকল

Out of temper

ক্রুদ্ধ

“P”

Phrase & Idioms

অর্থ

Part and parcel

অবিচ্ছেদ্য অংশ

Pros and cons

খুঁটিনাটি

“R”

Rank and file

সাধারণ লোক

Red letter day

স্মরণীয় দিন

Red tape

লাল ফিতার দৌরাত্ম বা আমলাতান্ত্রিকতা

Read between the lines

তাৎপর্য বুঝা

Round the clock

সমস্ত দিন

“S”

Set free

মুক্ত করা

Slip of pen

লেখায় অসতর্কতাবশত সামান্য ভুল

Slip of tongue

বলায় সামান্য ভুল

Square meal

ভর পেট আহার

Steer clear of

এড়াইয়া চলা

“T”

Phrase & Idioms

অর্থ

Take to heart

মর্মাহত হওয়া

Take to one’s heels

ছুটিয়া পালানো

Three R’s

প্রাথমিক শিক্ষা

To and fro

এদিক-ওদিক

Take one to task

তিরস্কার করা

Tooth and nail

তীব্রভাবে

Through thick and thin

অবস্থা বিপর্যয় বা বাধা বিপত্তির মধ্য দিয়ে

To the backbone

হাড়ে হাড়ে

To the contrary

কারও বক্তব্যের বিপক্ষে

To the letter

অক্ষরে অক্ষরে

Turn over a new leaf

নতুনের সূচনা

Turn a deaf ear to

মনোযোগ না দেওয়া

Turn down

প্রত্যাখান করা

“U”

Phrase & Idioms

অর্থ

Up and doing

উদ্যোগী

Ups and downs

উথানপতন

“W”

Phrase & Idioms

অর্থ

White elephant

ব্যয় বহুল

Weal and woe

সুখ-দুঃখ

Wild goose chase

পণ্ডশ্রম

Widow’s mite

দরিদ্রের ক্ষুদ্র দান

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment