প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Phrases’ এর অন্যতম প্রকার “Conjunctional Phrase” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Conjunctional Phrase এর সংজ্ঞা – কোনো
Phrase বা শব্দসমষ্টি যখন Conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional Phrase বলে।
যেমন – He took off his coat as soon as he entered the room.
উপরিল্লোখিত উদাহরণে ‘He took off his
coat’ এবং ‘He entered the room’ এই দুইটি বাক্য কে ‘as soon as’ Phrase বা শব্দসমষ্টি
যুক্ত করেছে। কাজেই ‘as soon as’ Phrase টি এখানে Conjunctional Phrase।
নিম্নে আরো কয়েকটি Conjunctional Phrase এর
উদাহরণ দেয়া হলো –
- Come as quickly as you can.
- Give me as much as you can spare.
- No sooner had he left the house than it broke down.
- I have a camera as well as a radio set.
- He talks as if/as though he knew everything.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।