ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

প্রিয় ভিউয়ারস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ শেয়ার করবো। সাধারণত আমরা আমাদের বাসা / বাড়িতে ওয়াই-ফাই ব্যবহার করে থাকি। মাঝেমাঝে ওয়াই-ফাই পাসওয়ার্ড ভুলে যাই। যদিও রিসেট করতে তেমন সমস্যা নাই। কিন্তু যদি ডিভাইস অনেক হয় তাহলে নতুন করে প্রত্যেকটা ডিভাইসে সেটাপ করা খুবই যন্ত্রণাদয়ক। তাই আজকের ব্লগে কিভাবে আমাদের পাসওয়ার্ড রিসেট না করে পুরাতন বা ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে পারি, তা নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে শুরু করা যাক।


ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ভুলে যাওয়া ওয়াই-ফাই এর পাসওয়ার্ড বের করার জন্য আজকে আপনাদের মাঝে সর্বোমোট তিনটি পদ্ধতি শেয়ার করবো। এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করে আপনি আপনার ল্যাপটপ / কম্পিউটারের ওয়াই-ফাই এর পাসওয়ার্ড সহজে বের করতে পারবেন।

 

পদ্ধতি ১ – CMD / PowerShell এর মাধ্যমে ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম –

 

ধাপ ১ – প্রথমে আপনার ল্যাপটপ / কম্পিউটারের কিবোর্ডে Windows Key + R চাপুন


ধাপ ২ – ইনপুট বক্সে ‘ncpa.cpl’ এই লেখাটি লিখুন এবং “Ok” বাটনে ক্লিক করুন।

ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ধাপ ৩ – ‘Wi-Fi’ এই লেখার উপরে কারসর নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে নতুন একটি ডায়লগ বক্স আসবে, এখানে থেকে ‘Status’ এই লেখার উপর ক্লিক করুন।

ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম


ধাপ ৪ – ‘Wireless Properties’ এই বাটনে ক্লিক করুন।

ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম


ধাপ ৫ – ‘Security’ ট্যাবে ক্লিক করুন। তারপর ‘Network security key’ আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখতে পাবেন। পাসওয়ার্ড ক্যারেক্টার দেখার জন্য ‘Show character’ check বক্সে ক্লিক করে দিবেন।

ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম


পদ্ধতি ২ – Network & Internet Settings এর মাধ্যমে ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম –


ধাপ ১ – প্রথমে আপনি আপনার ওয়াই-ফাই কানেক্ট করুন (যেই ওয়াই-ফাই এর পাসওয়ার্ড বের করতে চান)।


ধাপ ২ – নেটওয়ার্ক আইকনের উপর কারসর নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন। ‘Open network & internet settings’ লেখার উপর ক্লিক করুন।

ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ধাপ ৩ – সামান্য নিচের দিকে স্ক্রল করে ‘Advanced network settings’ থেকে ‘Network and Sharing Center’ এ ক্লিক করুন।

ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম


ধাপ ৪ – ‘Wi-Fi (Notesaid24) এই লেখার উপর ক্লিক করুন। (এখানে আপনার দেওয়া ওয়াই-ফাই নেইম থাকবে)

ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম


ধাপ ৫ – ‘Wireless Properties’ এই বাটনে ক্লিক করুন।

ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ধাপ ৬ – ‘Security’ ট্যাবে ক্লিক করুন। তারপর ‘Network security key’ আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখতে পাবেন। পাসওয়ার্ড ক্যারেক্টার দেখার জন্য ‘Show character’ check বক্সে ক্লিক করে দিবেন।

ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম


 

পদ্ধতি ৩ – CMD (Command Prompt) এর মাধ্যমে ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম –

 

ধাপ ১ – টাস্কবার এর সার্চ অপশনে গিয়ে ‘CMD’ লিখুন। ‘Command Prompt’ এই লেখার উপরে ক্লিক করুন।

ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম


ধাপ ২ – Command Prompt এই কমান্ড টি লেখুন এবং কিবোর্ডের ‘Enter’ বাটনে প্রেস করুন। তবে ‘WifiName’ এর যায়গার আপনার ওয়াই-ফাই নাম দিবেন। যদি আপনার ওয়াই-ফাই নাম একাধিক শব্দের হয় তাহলে স্ট্রিং আকারে দিবেন (Notesaid24 Website - এমন ওয়াই-ফাই নাম কে সিঙ্গেল বা ডাবল কোলন এর মধ্যে দিবেন)।



netsh wlan show profile "WifiName" key = clear


ওয়াই-ফাই নাম সহ কমান্ড এর নমুনা -


netsh wlan show profile Notesaid24 key=clear


ধাপ ৩ – তারপর একটু নিচের দিকে স্ক্রল করে ‘Security Settings’ এর ‘Key content’ আপনি আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড পেয়ে যাবেন।

ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

আশা করি, এখন থেকে আর আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে অসুবিধা হবে না বলে মনে করছি। পাসওয়ার্ড বের করতে যদি কোন সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং টিউটোরিয়াল আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment