Interjectional Phrase কাকে বলে? এবং এর গঠণ ও উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Phrases’ এর অন্যতম প্রকার “Interjectional Phrase” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Interjectional Phrase কাকে বলে? এবং এর গঠণ ও উদাহরণসহ  বর্ণনা


Interjectional Phrase এর সংজ্ঞা – যে Phrase বা শব্দসমষ্টি Interjection এর কাজ করে তাকে Interjectional Phrase। যেমন – What a pity! He is ruined. By Allah! I will help you.

উপরিল্লোখিত উদাহরণে, What a pity! এবং By Allah! এ Phrase বা শব্দসমষ্টিগুলো মনের আকস্মিক আবেগ প্রকাশ করে Interjection এর কাজ করে, তাই এরা Interjectional Phrase।

 

Phrase এর ব্যাতিক্রম কিছু ব্যবহার –

একই Phrase – Noun বা Adjective Phrase হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন – The boy likes playing in the field.

উপরের বাক্যে ‘playing in the field’ Phrase টি ‘like’ Verb এর Object হওয়ায় তা Noun Phrase। কিন্তু ‘The boy playing in the field’ Phrase টি ‘boy’ Noun কে qualify করে বলে তা Adjective Phrase.

Note: Subject এর পর Present Participle (Verb এর Present Form এর সাথে ‘ing’ যোগ) থাকলে উক্ত Subject থেকে প্রদত্ত Sentence এর Verb এর পূর্ব পর্যন্ত Adjective Phrase। যেমন – The boy sleeping in the street is very helpless.

উপরের বাক্যে ‘The boy’ Subject-টির পর ‘Sleeping’ Present Participle-টি এসে ‘boy’ কে qualify করে Adjective এর কাজ করেছে। তাই ‘The boy’ থেকে ‘is’ এর পূর্ব পর্যন্ত (The boy sleeping in the street) Adjective Phrase.

 

⇘ একই Phrase এর Noun, Adjective ও Adverb রূপে ব্যবহার –

ব্যবহার অনুযায়ী Infinitive দ্বারা Noun Phrase, Adjective Phrase এবং Adverb Phrase গঠন করা যায়।

Infinitive যখন কোনো Sentence এর Subject বা object রুপে ব্যবহৃত হয় তখন তা Noun Phrase। যেমন –

To swim is a good exercise. (Subject রূপে)

He like to recite the Holy Quran. (Object রূপে)

আর Infinitive এর পূর্বে Noun / Adjective থাকলে তা Adjective Phrase। যেমন –

English is not difficult to learn.

I want a pen to write with.

আবার Infinitive দ্বারা কারণ/ফলাফল/উদ্দেশ্য বুঝালে তা Adverbial Phrase। যেমন –

Maha went to market to buy a watch.

 

⇘ একই Phrase বা শব্দসমষ্টি Preposition, Adjective ও Adverb Phrase রূপে ব্যবহার। যেমন – The market stands by the side of the river.

উপরের বাক্যেটিতে ‘by the side of’ Phrase-টি ‘river’ Noun টির পূর্বে বসে ‘The market’ এর সাথে সম্পর্ক স্থাপন করে Preposition এর কাজ করে। তাই ‘by the side of’ Prepositional Phrase।

কিন্তু ‘by the side of the river’ এই সম্পূর্ণ Phrase-টি ‘stand’ verb টিকে modify করে Adverb এর কাজ করে। তাই ‘by the side of the river’ Adverbial Phrase. সুতরাং Preposition Phrase মূলত তা Object সহ Adverb Phrase.

পক্ষান্তরে, The market stands by the side of the river. এ বাক্যেটিতে ‘the market stands by the side of the river’ – Adjective Phrase কারণ ‘by the side of the river’ এ শব্দগুলো ‘The market’ Noun টিকে qualify করায় Adjective এর অর্থ প্রকাশ করেছে।

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment