সহজে মাইক্রোসফট ওয়ার্ড শিখুন - পর্ব ২

সহজে মাইক্রোসফট ওয়ার্ড শিখুন - পর্ব ২

প্রিয় ভিউয়ারস, আসাসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। গত পর্বে আমরা MS Word এর বেসিক এবং MS Word দ্বিয়ে কিভাবে নতুন ফাইল খুলতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আশা করি আপনারা ইতিপূর্বে দেখে নিয়েছেন। আজকে আপনাদের মাঝে MS Word এর Interface নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক –



সহজে মাইক্রোসফট ওয়ার্ড শিখুন - পর্ব ২

File Tab: ফাইল ট্যাব এ ক্লিক করলে আপনি এখানে কিছু প্রয়োজনীয় টুলস দেখতে পাবেন। যা MS Word এ সাধারণত বারবার ব্যবহার করা হয়, তা এখানে পেয়ে যাবেন। এখানে যে সকল টুলস সচরাচর পেয়ে থাকবেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো – Info, New, Open, Save, Save As, Print, Share ইত্যাদি।

 

Quick Access Toolbar: এখানে আপনার ডকুমেন্ট এর লেখা অনুযায়ী History পেয়ে যাবেন এবং আপনার পছন্দমতো Edit অথবা Update করতে পারবেন।

 

Tabs & Ribbon: ট্যাবস (Tab’s) সেকশন সাধারণত রিবন (Ribbon) এর উপরে পেয়ে যাবেন। এখানে সাধারণত, Home, Insert, Design, Page Layout, References, Mailings, Review এবং View ইত্যাদি।  Ribbon সাধারণত ট্যাব (Tab) অনুযায়ী কিছু Group of Command পাবেন।

 

Title Bar: Title bar ডকুমেন্ট এর ঠিক মাঝামাঝি পাবেন। Title bar সাধারণত আপনার প্রজেক্ট এর নাম বা টাইটেল দেখানো হয়।

 

Help: Help Icon এর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার সম্পর্কিত প্রয়োজনীয় সাহায্য নিতে পারবেন।

 

Document Area: এই সেকশনে আপনি আপনার যে কোনো তথ্য Type করতে পারবেন।

 

Word Status: এখানে Document Area সম্পর্কিত লেখার সংখ্যা পেয়ে যাবেন।

 

View Buttons: এখানে ৩ টি বাটন পাবেন, সেগুলো হলো – Read More, Print Layout, Web Layout ইত্যাদি।

 

Zoom Control: এই বাটনের মাধ্যমে Document Area এর লিখিত তথ্য জুম করে দেখতে পারবেন। ডিফল্ট ১০০% এ থাকে, আপনি আপনার পছন্দমতো জুম করতে পারবেন, সর্বোচ্চ ৫০০ % পর্যন্ত করতে পারবেন এবং সর্বনিম্ন ২৪%।

 

উপরে MS Word এর ইন্টারফেস নিয়ে সংক্ষিপ্তাকারে তুলে ধরা হয়েছে। সামনে আরোও বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ্‌। আজকের টিউটোরিয়াল এ বুঝতে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আজা আর নয়, আল্লাহ হাফেজ।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment