প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একটি সঠিক বাক্য তৈরি করার জন্য Subject – Verb এর সমন্বয় করা অপরিহার্য। সাধারণত Subject এর Person ও Number অনুযায়ী Vebr বা ক্রিয়া বসে। Subject এর Singular ও Plural অনুযায়ী Verb ও Singular ও Plural বসে। আর এটাকে Subject-Verb Agreement বলে। Subject-Verb Agreement ছাড়া কখনও বাক্য শুদ্ধ হয় না। তাই Subject-Verb Agreement সম্পর্কে জ্ঞান রাখা জরুরী। আজকের ব্লগে আপনাদের মাঝে Subject-Verb Agreement এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Subject-Verb Agreement এর গঠনপ্রণালী –
Rule 1 – দুই বা ততোধিক Singular Subject
যদি ‘and’ দ্বারা যুক্ত হয় তবে verb এর Plural number হবে। যেমন –
Q: He and I (be) friends.
A: He and I are friends.
Rule 2 – And দ্বারা যুক্ত Subject গুলো যদি
একটি অর্থ বা ধারণা বুঝায় কিংবা সমষ্টিগত একটি অর্থ বুঝায় তাহলে Verb singular হবে।
যেমন –
Q: Slow and steady (win) the race.
A: Slow and steady wins the race.
Q: Bread and butter (be) my favourite
breakfast.
A: Bread and butter is my favourite
breakfast.
Rule 3: And দ্বারা যুক্ত দুই বা দুইয়ের অধিক
Singular Noun যদি একই ব্যক্তি বা বস্তু নির্দেশ করে তাহলে Verb টি Singular হবে। যেমন
–
Q: The principal and chairman (be)
present at the meeting.
A: The principal and chairman was
present at the meeting.
Note: And দ্বারা যুক্ত দুই বা দুইয়ের অধিক
Singular Noun যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু বুঝালে তাহলে Verb টি Plural হবে।
যেমন –
Q: The principal and chairman (be)
present at the meeting.
A: The principal and chairman were
present at the meeting.
Rule 4 – দুইটি Subject যদি as well as,
along with, together with ইত্যাদি Conjunction দ্বারা যুক্ত হয়, তবে প্রথম
Subject অনুযায়ী Verb বসে। যেমন –
Q: Maha as well as her sisters (sing)
well.
A: Maha as well as her sisters sings
well.
Rule 5 – দেশ ও পুস্তকের নাম Plural
number থাকলেও এগুলোর পরে Singular verb বসে। যেমন –
Q: ‘Treasure Island’ (be) an
interesting book.
A: ‘Treasure Island’ is an interesting
book.
Rule 6 – Plural subject যদি নির্দিষ্ট পরিমাণ
বা সংখ্যা বুঝায় তাহলে Singular verb বসে। যেমন –
Q: Fifty miles (be) a good distance.
A: Fifty miles is a good distance.
Q: Sixty thousand taka (be) a good sum.
A: Sixty thousand taka is a good sum.
Rule 7 – And দ্বারা যুক্ত দুইটি
Singular subject এর পূর্ব যদি every, each বা no words থাকে, তাহলে Verb singular
হয়। যেমন –
Q: Each boy and each girl (be) given
prizes.
A: Each boy and each girl was given
prizes.
Q: No friend and no relative (care) for
me.
A: No friend and no relative cares for
me.
Rule 8 – And দ্বারা যুক্ত দুইটি Subject
এর একটি Positive ও অপরটি Negative হলে, প্রথম Subject অনুযায়ী verb বসে। যেমন –
Q: You and not Habib (to have) done
this.
A: You and not Habib have done this.
Q: Maha and not I (be) to blame.
A: Maha and not I is to blame.
Rule 9 – Each, either, neither যদি
Subject এর পূর্বে বসে তাহলে Verb singular হয়। যেমন –
Q: Each of the boys (be) present.
A: Each of the boys was present.
Q: Either of them (be) guilty.
A: Either of them is guilty.
Q: Neither of the girls (be) pretty.
A: Neither of the girls is pretty.
Rule 10 – দুই বা ততোধিক Subject যদি or বা
nor, either……or, neither…..nor দ্বারা যুক্ত থাকে, তাহলে Singular verb হয়। যেমন
–
Q: Either you or he (be) absent.
A: Either you or he was absent.
Q: Neither he nor his son (be) present
here.
A: Neither he nor his son was present
here.
Rule 11 – Either…….or ও Neither…….nor দ্বারা
যুক্ত দুইটি Subject এর মধ্যে যদি Plural subject থাকে, তবে তা পরে বসবে এবং verb টিও
plural হবে। যেমন –
Q: Neither the moon nor the stars (be)
visible.
A: Neither the moon nor the stars were
visible.
Q: Either he or his sons (to have) done
this.
A: Either he or his sons have done
this.
Rule 12 – Artillery, Aristocracy,
Gentry, Cattle, Mankind, Public, Peasantry, Poultry, People, Vermin প্রভৃত দেখতে
singular হলেও Plural verb বসে। যেমন –
Q: Cattle (be) grazing in the field.
A: Cattle are grazing in the field.
Q: Mankind (be) faced with danger.
A: Mankind are faced with danger.
Rule 13 – Gallows, Mathematics,
Politics, Physics, News, Wages ইত্যাদি দেখতে Plural মনে হলেও এগুলোর পরে
Singular verb বসে। যেমন –
Q: The news (be) bad.
A: The news is bad.
Q: The wages of sin (be) death.
A: The wages of sin is death.
Rule 14 – Adjective যদি Subject হয় এবং সেই
Adjective দ্বারা কোনো শ্রেণির সকলকে বুঝায়, তাহলে Verb plural হয়। যেমন –
Q: The rich (be) not always happy.
A: The rich are not always happy.
Rule 15 – Relative Pronoun এ antecedent
অনুযায়ী Verb বসে। অর্থাৎ who/which এর পূর্বে যে Noun বা Pronoun থাকবে সে অনুযায়ী
verb বসবে। যেমন –
Q: It is I who (be) to blame.
A: It is I who am to blame.
Note: Relative Pronoun পূর্বোল্লিখিত যে
Noun বা Pronoun কে নির্দেশ করে তাকে “Antecedent” বলে। আর “Antecedent” এর অর্থ হচ্ছে
‘পূর্বে গমণ করেছে এমন’
Rule 16 – One of এর পর Plural noun থাকলেও
Singular verb বসে। যেমন –
Q: One of the boys (be) my friend.
A: One of the boys is my friend.
Rule 17 – Committee, Council,
Commission, Board, Government, Parliament, Jury ইত্যাদি Collective noun এর পর
Singular verb বসে। যেমন –
Q: The committee (to have) elected its
Chairman.
A: The committee has elected its
Chairman.
Rule 18 – Subject এর পূর্বে Many a উল্লেখ
থাকলে Verb singular হবে। যেমন –
Q: Many a boy (ruin) his career through
laziness.
A: Many a boy ruins his career through
laziness.
Rule 19 – একটি Sentence এ Subject অনুযায়ী
Verb বসে। Subject যে Number ও Person হবে Verb ও ঠিক সেই Number ও Person হবে। যেমন
–
Q: The colour of the flowers (be)
charming.
A: The colour of the flowers is
charming.
Note: ‘The colour’ Subject টি Singular
number হওয়াতে Verb-ও Singular ‘is’ হয়েছে।
Rule 20 – With a view to ও look forward
to এর পর verb এর সাথে ing যোগ হয়। যেমন –
Q: I look forward to (hear) from you.
A: I look forward to hearing from you.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।