Could এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের “Modal Auxiliary Verb - Could” এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।


Could এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

Could এর ব্যবহার


Can এর Past Tense হলো Could।


Rule 1: Permission (অনুমতি) অর্থেঃ Could I use your pen? Yes, you could.


Rule 2: Polite Request (বিনয় অনুরোধ) অর্থেঃ Could you help me with some money?

Note: Would you – এর Alternative হলো Could you.


Rule 3: Result (ফলাফল নির্দেশ করতে) – I am so unhappy that I could weep.


Rule 4: Past ability (অতীত ক্ষমতা) বুঝাতেঃ When I was young, I could play cricket well.

Note: অতীতে কেউ নির্দষ্ট কোনো কাজ করতে পেরেছিলো এমনভাবে প্রকাশ করতে could ব্যবহৃত হয় না। Could এর পরিবর্তে was / were able to / managed to ব্যবহৃত হয়। যেমন – He managed to/was able to cross the river.

কিন্তু Negative এর ক্ষেত্রে could not ব্যবহৃত হয়। যেমন – We could not cross the river.


Rule 5: Suggestion (প্রস্তাব) বুঝাতেঃ You could talk to the President about the matter.


Rule 6: শর্ত প্রকাশের ক্ষেত্রে বর্তমানের অর্থ বুঝাতেঃ Could he get another job if he left this one.


Rule 7: অতীতে কোনো কাজ করার ক্ষমতা বা সুযোগ থাকা স্বত্তেও তা ব্যবহার করা হয়নি বুঝাতে could ব্যবহৃত হয়। He could have passed the examination (but he did not)

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment