প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের “Modal Auxiliary Verb – Have To” এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Have To এর ব্যবহার
⇘ Obligation (বাধ্যবাধকতা) বুঝাতে সকল
Person এ Have to ব্যবহৃত হয়। Present Tense এর ক্ষেত্রে have to/has to, Past
Tense এর ক্ষেত্রে had to এবং Future Tense এর ক্ষেত্রে shall have to/will have
to বসে। যেমন –
I have to look after my old parents.
Maha has to pass the examination to get
a job.
He had to do the work.
Habib will have to do the work.
Note: Have to যুক্ত Sentence কে
Negative ও Interrogative করার সময় Tense ও Person অনুযায়ী Do/Does/Did ব্যবহৃত হয়।
⇘ Indicating advice বুঝাতে – You have to
learn English.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।