Must এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের “Modal Auxiliary Verb – Must” এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।


Must এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

Must এর ব্যবহার

Must এর রূপান্তর

Negative

Must not / Mustn’t

Interrogative

Must I/you?

Negative Interrogative

Must I not / Mustn’t I

 

Note:

  • Model Verb হিসেবে ‘must’ Present এবং Future Tense এ ব্যবহৃত হয়।
  • Past Tense এর ক্ষেত্রে must এর অর্থ প্রকাশ করতে ‘had to’ ব্যবহৃত হয়।

বিভিন্ন Tense এ Must এর রূপ

Tense

Obligation

Negative Obligation

Present

Must, have to, has to

Don’t/doesn’t have to

Past

Had to

Didn’t have to

Future

Must, will have to

Won’t have to

 

⇘ বাধ্যবাধকতা বুঝাতে - You must obey your parents.

 উপদেশ বুঝাতে – You must take more exercise.

 যৌক্তিক সিদ্ধান্ত বুঝাতে – You must be hungry after your long walk.

 নিশ্চয়তা বুঝাতে – He must be a good boy.

 সূচনা প্রতিজ্ঞা বুঝাতে – You must put your name down for the team.

 দৃঢ় প্রতিজ্ঞা বুঝাতে – I must see him punished.


Note: অতীত নিশ্চয়তা বুঝাতে must এর সঙ্গে have যুক্ত হয়। যেমন – You must have gone there.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment