Need এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের “Modal Auxiliary Verb – Need” এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।


Need এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা


Need এর ব্যবহার


Present Indefinite Tense – এ Negative ও Interrogative Sentence গঠন করার সময় Singular Number ও 3rd Person – এ ‘need’ এর সাথে ‘s’ যোগ হয় না। Modal ‘need’ দ্বারা গঠিত Interrogative Sentence এর উত্তর সবসময় Negative হয়। যেমন –

He need not do it.

Need he do it? – No, he needn’t.


⇘ অতীতে কোনো কাজ করার দরকার ছিল না এমন ধারনা প্রকাশ করতে need not have + verb এর Past Participle ব্যবহৃত হয়। যেমন – You need not have gone there.


⇘ Principal Verb হিসেবে need require (প্রয়োজন) / want (চাওয়া) অর্থে ব্যবহৃত হয়। ইহা যে কোনো Tense-এ ব্যবহৃত হয়। Present Tense –এ 3rd Person Singular Number – এ need এর সাথে ‘s’ যোগ হয়। এক্ষেত্রে infinitive এর ‘to’ উহ্য থাকে না। যেমন – He needs to know the exact amount.


⇘ Passive Infinitive এবং gerund এর সাথে ‘need’ ব্যবহৃত হয়। যেমন –

Passive Infinitive – My shoe needs to be mended.

Gerund – My shoe needs mending.

 

Note:

  • ‘Need’ Principal ও Auxiliary উভয় Verb রূপে ব্যবহৃত হয়।
  • ‘Need’ যখন Auxiliary verb রূপে ব্যবহৃত হয় তখন তাকে Semi-modal বলে।
  • Need যখন Modal হিসেবে ব্যবহৃত হয় তখন তা Negative অর্থ প্রকাশ করে (তার অর্থ দাঁড়ায় – প্রয়োজন নেই)।
  • Modal হিসেবে ‘Need’ Present Indefinite Tense – এ ব্যবহৃত হয়। এক্ষেত্রে need infinitive ‘to’ উহ্য থাকে।

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment