Shall / Should এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের “Modal Auxiliary Verb – Shall / Should” এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।


Shall / Should এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

Shall / Should এর ব্যবহার


Shall এর ব্যবহার –

Rule 1: ভবিষ্যতের কোনো ঘটনা / কাজ বুঝাতে সাধারণত I/we এর সাথে shall ব্যবহৃত হয়। যেমন – We shall do the sum


Rule 2: Requests for order/ advice, offers/suggestions বুঝাতে I/we এর পরে shall ব্যবহৃত হয়। যেমন –

Request for Order: Where shall I keep the book?

Advice: Which one shall I take?

Offer: Shall I help you to get on the bus?

Suggestion: Shall we solve the problem?


Rule 3: Command, threat, authoritative order, বুঝাতে 2nd এবং 3rd Person – এ shall ব্যবহৃত হয়। যেমন –

Command: You shall carry out my order.

Threat: You shall be punished.

Authoritative order: The market shall remain closed on Sunday.


Rule 4: বক্তার Intention (উদ্দেশ্য/অভিপ্রায়) বুঝাতে 2nd ও 3rd Person – এ shall ব্যবহৃত হয়। যেমন – You shall have a nice pen.


Rule 5: বক্তার Determination বুঝাতে 2nd ও 3rd Person – এ shall ব্যবহৃত হয়। যেমন –

The weak shall be given equal rights.


Should এর ব্যবহার –

Should এর রূপান্তর

Negative

Should not / Shouldn’t

Interrogative

Should I/you/he

Negative - Interrogative

Should I not / Shouldn’t I?

 

Rule 1: Obligation (বাধ্যবাধকতা) / Duty (কর্তব্য) বুজাতে। যেমন – We should obey our parents.


Rule 2: Advice / Recommendation প্রকাশ করতে। যেমন – He should stop smoking.


Rule 3: To make the polite request: Should I help you?


Rule 4: উদ্দেশ্য বুঝাতে so that এবং in order that এর পরে should বসে। যেমন – We had to arrive early so that we should secure the best seats.


Rule 5: আশংকা বুঝাতে Purpose Clause – এ lest এর পরে should বসে। যেমন – He walked fast lest he should miss the train.


Rule 6: That clause এ – anxious, sorry, happy, concerned, delighted, absurd, amazing, annoying, ludicrous, odd, ridiculous, strange, surprising ইত্যাদি adjective এর পরে should ব্যবহৃত হয়। যেমন – I am delighted that he should take that view.


Rule 7: That Clause এ – advise, agree, arrange, ask, beg, command, decide, demand, determine, insist, order, propose, recommend, request, stipulate, suggest, urge ইত্যাদি verb এর পরে should ব্যবহৃত হয়। যেমন – I ordered that the car should be kept locked.


Rule 8: Present, Past এবং Future tense এ অনুমান বুঝাতে should ব্যবহৃত হয়। যেমন –

It should be raining now. (I expect it is raining).

He should have reached home by now. (I expect he has reached)


Rule 9: বর্তমান সময়ের obligation প্রকাশ করার ক্ষেত্রে should ব্যবহৃত হয়। যেমন – He should be reading now. (But he is not reading)


Rule 10: অতীতের obligation প্রকাশ করার ক্ষেত্রে should ব্যবহৃত হয়। যেমন – He should have read sincerely.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

Post a Comment

Support Us