Will / Would এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের “Modal Auxiliary Verb – Will / Would” এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।



Will / Would এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

Will / Would এর ব্যবহার 

Will / Would এর রূপান্তর

Will / I will

‘ll / I’ll

Will not

Won’t

Would / I Would

‘d / I’d

Would not

Wouldn’t

 

Will এর ব্যবহার –

👉 ভবিষ্যতের ঘটনা বুঝাতে সকল Person এ will বসে। যেমন – I will do the work.

👉 ভবিষ্যতের পূর্বাভাস বুঝাতে will বসে। যেমন – Maha will start a car very soon.

👉 আদেশ বুঝাতে 2nd ও 3rd Person এ will ব্যবহৃত হয়। যেমন – You will carry out my instruction.

👉 দৃঢ় প্রতিজ্ঞা বুঝাতে 1st person এ will ব্যবহৃত হয়। যেমন – I will do the work at any cost.

👉 বিনয় অনুরোধ বুঝাতে 2nd person এ will ব্যবহৃত হয়। যেমন – Will you post the letter for me please?

👉 Assumption বুঝাতে assume, be afraid, be/feel, sure, believe, daresay, doubt, expect, hope, know, suppose, think, wonder ইত্যাদি verb এর পূর্বে এবং perhaps, possibly, probably, surely ইত্যাদি adverb এর সাথে will ব্যবহৃত হয়। তবে এগুলো ছাড়াও Assumption বুঝাতে will ব্যবহৃত হয়। যেমন – I am sure Maha will come back.

👉 ভবিষ্যতে সংঘটিত হবে বা ভবিষ্যত অভ্যাসগত কর্ম বুঝাতে will ব্যবহৃত হয়। যেমন – Spring will come again.

👉 Obstinate (একঘেয়েমি) insistence (জিদ) বুঝাতে will ব্যবহৃত হয়। যেমন – if you will play the violin all night, no wonder the neighbours complain. (If you insist on playing)

👉 ইচ্ছা বুঝাতে will ব্যবহৃত হয়। যেমন – I will wait for you.

👉 Clauses of condition, time এবং অনেক সময় purpose বুঝাতে simple future এ will ব্যবহৃত হয়। যেমন –

If you want, I will help you.

When water boils, it will begin to vapor (বাষ্প).


Would এর ব্যবহার –

👉 Polite request বুঝাতে - Would you post the letter for me, please?

👉 Offer/invitations বুঝাতে – Would you mind having a cup of tea?

👉 Preference বুঝাতে like, love, hate, prefer, care, be glad/happy এর সাথে would ব্যবহৃত হয়। যেমন – I would like to have a cup of tea.

👉 উদ্দেশ্য বুঝাতে in order that/so that এর পরে would ব্যবহৃত হয় – He worked hard so that he would shine in life.

👉 If clause টি Past Tense এ থাকলে Principal Clause এ subject এর পরে would বসে – If you wanted, I would help you.

👉 If clause টি Past Perfect Tense এ থাকলে Principal Clause এ Subject এর পরে Would have + Past Participle বসে – If I had seen him, I would have told him about the matter.

👉 Preference (অধিকতর পছন্দ) বুঝাতে rather/sooner এর সাথে would ব্যবহৃত হয়। তবে would rather/would sooner এর পরে verb এর Present form (bare infinitive) ব্যবহৃত হয়। যেমন – He would rather die that beg.

Note: Would rather ও would sooner এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। তবে would rather সর্বাধিক ব্যবহৃত হয়।

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment