Verbal Phrase কাকে বলে? এবং এর গঠণ ও উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Phrases’ এর অন্যতম প্রকার “Verbal Phrase” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Verbal Phrase কাকে বলে? এবং এর গঠণ ও উদাহরণসহ  বর্ণনা

Verbal Phrase এর সংজ্ঞা – এক বা একাধিক word একত্রে মিলে যখন একটি Verb এর ন্যায় কাজ করে তখন তাকে Verbal Phrase বলে।

Verbal Phrase – এ একাধিক Verb থাকে। তার মধ্যে একটি Principal Verb (মূল/প্রধান ক্রিয়া) এবং বাকিগুলো Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)। যেমন – We ought to obey our parents.

উপরের বাক্যে ‘Ought to obey’ Verbal Phrase। কারণ তার মধ্যে ‘Ought to’ Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) এবং ‘Obey’ Principal Verb (মূল /প্রধান ক্রিয়া) এ দিয়ের সমন্বয়ে গঠিত হয়েছে।

 

নিম্নে Principal Verb এবং Auxiliary Verb নিয়ে সংক্ষেপে আলোচনা তুলে ধরা হলো, বিস্তারিত দেখুন এখানে


Principal Verb বা মূল / প্রধান ক্রিয়াঃ যে Verb এর নিজস্ব অর্থ আছে এবং অন্য কোনো Verb এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে তাকে Principal Verb বা মূল / প্রধান ক্রিয়া বলে। যেমনঃ

We go there everyday.

They learn their lesson attentively.

Maha comes here every morning.


Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়াঃ যে Verb এর নিজস্ব কোনো অর্থ থাকে না এবং বিভিন্ন প্রকার Sentence অথবা Tense, Voice এর বিভিন্ন রুপ গঠনের জন্য অন্য Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া বলে। যেমনঃ

I am eating rice.

He is doing the work.

Habib was reading a book.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment