Suppose, you are Habib Gazi. You are serving as an Assistant Professor at Dhaka University. You want to improve your professional status and are seeking a job in foreign universities. You have come to know from the Internet that Toronto University, Toronto-1215, Canada needs an Assistant Professor. Now, write an application to the Vice Chancellor of the University.
82/3,
North Jatrabari, Dhaka
Bangladesh.
03
August, 0000
The
Vice-Chancellor
Toronto
University
Toronto
– 1215, Canada.
Subject:
Application for the post of Assistant Professor.
Sir,
I
have come to know from the internet that you are going to appoint an Assistant
Professor in the English Department at your university. I am a Bangladeshi
citizen and I intend to serve in your renowned university. I have completed my
graduation from the University of Dhaka and my Master's from the same university. I
feel that I would fulfill your criteria as a candidate for the post.
I,
therefore, request you to kindly consider my case favourably and oblige
thereby. Copies of my certificates and all other documents have been attached
herewith.
Yours
obediently
Habib
Gazi
Curriculum Vitae
Name:
Habib Gazi
Father’s
name: Sakib Gazi
Mailing
address: 82/3, North Jatrabari, Dhaka, Bangladesh
Date
of birth: 03 August 0000
Religion:
Islam
Marital
status: Single
Educational
track:
Name of Degree |
Year of Passing |
Board/University |
Result |
MA (English) |
2009 |
Dhaka University |
First Class |
BA (Hons) |
2008 |
Dhaka
University |
First
Class |
HSC |
2004 |
Dhaka Board |
GPA – 5 |
SSC |
2002 |
Dhaka
Board |
GPA
– 5 |
Experience:
Working as an Assistant Professor at the Dhaka University till to date.
মনে কর, তুমি হাবিব গাজী। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছ। তুমি তোমার পেশাগত উন্নতি এবং বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে চাকরি খুঁজছ। তুমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলে যে টরেন্টো ইউনিভার্সিটি, টরেন্টো – ১২১৫, কানাডায় একজন সহকারী অধ্যাপক প্রয়োজন। এখন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বরাবর একখানা দরখাস্ত লেখ।
৮২/৩, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা, বাংলাদেশ
আগষ্ট, ০৩,
০০০০
উপাচার্য
টরেন্টো ইউনিভার্সিটি
টরেন্টো – ১২১৫,
কানাডা
বিষয়ঃ সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন।
মহোদয়,
আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম যে, আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে একজন সহকারী অধ্যাপক নিয়োগ করতে যাচ্ছেন। আমি একজন বাংলাদেশী নাগরিক এবং আপনার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আমি কাজ করার অভিপ্রায় ব্যক্ত করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সমাপ্ত করেছি। আমি মনে করি, আমি উক্ত পদের জন্য আপনার চাহিদা পূরণ করতে পারব।
অতএব, আমার আবেদনখানি সদয় বিবেচনা করে বাধিত করতে আপনার যেন মর্জি হয়।
আমার সার্টিফিকেটগুলোর কপি এবং অন্যান্য দলিলপত্রাদি সংযুক্ত করলাম।
আপনার অনুগত
হাবিব গাজী
জীবন বৃত্তান্ত
নামঃ হাবিব গাজী
পিতার নামঃ সাকিব গাজী
বর্তমান ঠিকানাঃ ৮২/৩, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা,
বাংলাদেশ
জন্ম তারিখঃ ০৩ আগষ্ট ০০০০
জাতীয়তাঃ জন্মসূত্রে বাংলাদেশী
ধর্মঃ ইসলাম
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
শিক্ষাগত যোগ্যতাঃ
পরীক্ষার নাম |
পাসের সন |
বোর্ড বিশ্ববিদ্যালয় |
ফলাফল |
এম এ (ইংরেজি) |
২০০৯ |
ঢাকা বিশ্ববিদ্যালয় |
প্রথম শ্রেণি |
বি এ (সম্মান) |
২০০৮ |
ঢাকা বিশ্ববিদ্যালয় |
প্রথম শ্রেণি |
এইচএসসি |
২০০৪ |
ঢাকা বোর্ড |
জিপিএ – ৫ |
এসএসসি |
২০০২ |
ঢাকা বোর্ড |
জিপিএ – ৫ |
অভিজ্ঞতাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি।