Appointment as a Police Sub-Inspector | পুলিশ উপপরিদর্শক পদে নিয়োগের জন্য আবেদন

Write an application to the Inspector General of Police, Police Headquarters, Dhaka for appointment as a Police Sub-Inspector. State in details about your qualifications and fitness for the post. (ঢাকাস্থ পুলিশ সদর দফতরে পুলিশ মহাপরিচালক সমীপে পুলিশ উপপরিদর্শক পদে নিয়োগ প্রাপ্তির জন্য একটি দরখাস্ত লেখ পদের জন্য তোমার যোগ্যতা উপযুক্ততার বিশদ বর্ণনা দাও)

Appointment as a Police Sub-Inspector

14 January 0000

The Inspector General of Police

Police Headquarters

Dhaka, Bangladesh

Subject: Appointment as a Police Sub-Inspector

Sir,

In response to your advertisement published on 05/08/0000 in Bangladesh Today, I hereby beg to approach you for appointment as a Sub-Inspector of Police.

I passed the Dakhil and Alim examinations (Humanities Group) of the Bangladesh Madrasah Education Board, Dhaka in 2005 and 2007 respectively from Tamirul Millat Kamil Madrasah, Dhaka, and was placed in the first division in both. I obtained a BA Degree from the National University in 2011 and secured second division.

Throughout my career as a student, I had been a good athlete and an all-round sportsman. I am fond of an active and thrilling outdoor life. I have all along remained away from active politics and abided by the rules of law and discipline.

I possess a healthy and robust physique. I am now 24 years of age and a citizen of Bangladesh by birth. My body measurement conforms to what has been required in the advertisement.

I enclose herewith copies of some certificates and testimonials in respect of my character, intelligence, parts, and proficiency.

I sincerely hope that if I am selected for appointment I shall prove myself worthy of the same and discharge my duties to the entire satisfaction of all concerned.

Yours most obediently

“M”

 

 

০০ জানুয়ারি ০০০০

বরাবর

পুলিশ মহাপরিচালক

পুলিশ হেড কোয়ার্টার

ঢাকা, বাংলাদেশ

বিষয়ঃ পুলিশ উপপরিদর্শক পদে নিয়োগের জন্য আবেদন

জনাব,

গত ০০-০০-০০০০ তারিখের “The Bangladesh Today” পত্রিকা মারফত জানতে পারলাম আপনার অধীনে পুলিশ উপপরিদর্শক নিয়োগ করা হবে আমি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর অধীনে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা থেকে যথাক্রমে ২০০৫ সালে এবং ২০০৭ সালে দাখিল আলিম পাস করেছি উভয় পরীক্ষায় আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালে বিএ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছি

আমার শিক্ষাজীবনে আমি একজন ভালো অ্যাথলেট এবং একজন ভালো খেলোয়াড় হিসেবে সক্রিয় এবং সাহসী জীবনযাপনের অনুরাগী ছিলাম সর্বদা আমি রাজনীতি থেকে দূরে থাকতাম এবং নিয়ম-শৃঙ্খলা আইন-কানুন মেনে চলতাম আমি সুস্বাস্থ্যের অধিকারী, আমার বয়স ২৪ বছর এবং আমি জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক আমার দেহের মাপ বিজ্ঞাপনে উল্লেখিত মাপের মধ্যে পড়ে এর সাথে আমার চারিত্রিক, মেধা অন্যান্য দক্ষতার সনদপত্র প্রশংসাপত্রের সকল কাগজপত্র সংযুক্ত করে দেওয়া হলো

অতএব, আন্তরিকভাবে আশা করছি যে যদি আমাকে এই পদে নিয়োগ করার উপযুক্ত মনে করা হয় তবে আমার কর্তব্য সম্পূর্ণ সন্তুষ্টির মাধ্যমে পালন করব

আপনার বিশ্বস্ত

এম

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment