তাঁতশিল্প স্থাপনে সরকারি অনুমোদন প্রসঙ্গে একটি আবেদনপত্র

তুমি একটি তাঁতশিল্প স্থাপনের আগ্রহী। এ সম্পর্কে উপযুক্ত কারণ দেখিয়ে সরকারি অনুমোদন চেয়ে শিল্প সচিবের কাছে পাঠানোর জন্য একটি আবেদনপত্র লেখ।

তাঁতশিল্প স্থাপনে সরকারি অনুমোদন প্রসঙ্গে একটি আবেদনপত্র

বরাবর

শিল্প সচিব

শিল্প মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা

বিষয়ঃ তাঁতশিল্প স্থাপনে সরকারি অনুমোদন প্রসঙ্গে।

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি নরসিংদী জেলার অন্তর্গত মনহোরদী উপজেলার একজন অধিবাসী এবং এতদঞ্চলের একজন বিশিষ্ট সুতা ব্যবসায়ী। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে প্রত্যক্ষ করেছি যে, এ অঞ্চলের জনমানুষের উন্নয়ন তথা জাতীয় উন্নয়নের স্বার্থে এখানে একটি আধুনিক তাঁতশিল্প স্থাপন করা প্রয়োজন। কারণ এ এলাকার তাঁত শিল্পের ঐতিহ্য দীর্ঘদিনের। কিন্তু সরকারি অনুমোদনের অভাবে এখানকার কোনো শিপ্লপতির পক্ষে এ মহৎ উদ্যোগ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় সরকারি অনুমোদনের লক্ষ্যে এখানে একটি তাঁতশিল্প স্থাপনের কয়েকটি উল্লেখযোগ্য কারণ নিম্নে প্রদত্ত হলো –

  • তাঁতশিল্প এতদঞ্চলের মানুষের একটি ঐতিহ্যবাহী ব্যবসা। এখানকার পুরুষ-মহিলা শ্রমিকের প্রায় সকলেই এ শিল্পে কাজ করতে বিশের পারদর্শী।
  • যান্ত্রিক সভ্যতার কারণে এখানকার তাঁতশিল্প ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ফলে হাজার হাজার শ্রমিক কাজকর্ম হারিয়ে দারিদ্র্যের করালগ্রাস নিপতিত হচ্ছে। এমতাবস্থায় একটি আধুনিক তাঁতশিল্প স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা না করলে এদের জীবিকা নির্বাহ মারাত্মক হুমকির সম্মুখীন হবে।
  • আমাদের দেশ দরিদ্র। এদেশের বেশির ভাগ মানুষের জীবনযাত্রা অতি নিম্নমানের। তাই দেশীয় তাঁতে বোনা মোটা কাপড় পরিধান করেই তারা ইজ্জিত-আব্রু রক্ষা করে। দামে সস্তার কারণেও তারা এ কাপড় ব্যবহার করে। তাই তাদের স্বার্থে তাঁতশিল্পকে পুনর্জীবিত করা বলে আমি মনে করি।
  • জাতীয় অর্থনীতিতে তাঁতশিল্প ব্যাপক ভূমিকা রাখতে পারে। এক সময়ের হাতে বোনা মসলিন, জামদানি কাপড় বিশ্ববাসীর মন কেড়েছিল। তাঁতের চাহিদা এখনো বিশ্বের বাজারে একেবারে কম নয়। তাই তাঁতশিল্পের প্রসার ঘটানো জরুরি বলে অনেক বশেষজ্ঞ মত প্রকাশ করেছেন।

কিন্তু অতীব দুঃখের বিষয়, সরকার অনুমোদন এবং পৃষ্ঠপোষকতার অভাবে এমন জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট শিল্প স্থাপন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই জাতীয় স্বার্থ রক্ষা করবে এমন একটা শিল্প স্থাপন করতে আপনার শরণাপন্ন হলাম।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, তাঁতশিল্প স্থাপনের উপর্যুক্ত কারণসমূহ চুলচেরা বিশ্লেষণপূর্বক সরকারি অনুমোদন তথা পৃষ্ঠপোষকতা প্রদান করতে আপনার মর্জি হয়।

নিবেদক

‘ম’

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment