মনোহরপুর সামাজিক সংগঠনের জন্য সাহায্যের আবেদন

তোমাদের ক্লাবের সমাজ উন্নয়নমূলক কাজের জন্য অর্থ সাহায্য চেয়ে জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র লেখ।

মনোহরপুর সামাজিক সংগঠনের জন্য সাহায্যের আবেদন


বরাবর

জেলা প্রশাসক

চাঁদপুর

বিষয়ঃ মনোহরপুর সামাজিক সংগঠনের জন্য সাহায্যের আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামে প্রতিষ্টিত ‘স্বপ্নসিঁড়ি সামাজিক সংগঠন’ বহুদিনের ঐতিহ্যবাহী একটি সমাজকল্যাণমূলক সংগঠন। আপনি অবশ্যই অবগত আছেন যে, ২০১৬ সালে জন্মলগ্ন থেকে এটা গ্রামের দুস্থ, অসহায় ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের নানাবিধ কাজে সাহায্য-সহযোগিতা দিয়ে আসছে। এ পর্যন্ত ক্লাবটি ৫০ জন গরিব মেয়ের বিয়ের অর্থ যোগান দিয়েছে। ১টি নূরানী মক্তব এই ক্লাবের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে। তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এ ক্লাবের সদস্যরা বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছে। এর সাথে সাথে নানা ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি গ্রামবাসীর প্রিয় প্রতিষ্ঠান রূপ নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আর্থিক সংকটের কারণে ক্লাবটি বর্তমানে এর কার্যক্রমে স্বাচ্ছন্দে চালাতে সক্ষম হচ্ছে না। উল্লেখ্য, স্থানীয় সহৃদয় ব্যক্তিবর্গের সাহায্য ক্লাবের সদস্যদের চাঁদার অর্থে এর অধিকাংশ কার্যক্রম সম্পন্ন হয়। কিন্তু বর্তমানে ক্লাবের কর্মকান্ডের পরিধি বৃদ্ধি পাওয়ায় এ সীমিত টাকায় সকল ব্যায়ভার বহন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এমতাবস্থায় ক্লাবের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য আপনার নিকট স্থায়ী মঞ্জুরি হিসেবে মাসে বিশ হাজার টাকা অনুদানের আবেদন জানাচ্ছি। আশা করি, আমাদের সংগঠনের সাথে জড়িত সকল উৎসাহী তরুণদের এ আবেদন আপনার সহৃদয় বিবেচনা লাভ করবে।

নিবেদক

‘ম’

সম্পাদক

মনোহরপুর সামাজিক সংগঠন

কচুয়া, চাঁদপুর

Post a Comment

Support Us